শিবগঞ্জে গরিব-অসহায় মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিদেশ পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। পরে তাদেরই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল শনিবার চককীর্তি বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আট পরিবার।
ভুক্তভোগী মাহিদুর রহমান বলেন, মোতাহার হোসেন আর্থিক সহায়তার প্রলোভনে তিনিসহ এলাকার আট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নেন।