অবহেলায় পরিত্যক্ত ১০ কোটি টাকার বাস টার্মিনাল

কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা)
কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা)
শেয়ার
অবহেলায় পরিত্যক্ত ১০ কোটি টাকার বাস টার্মিনাল

কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নে পরিত্যক্ত পড়ে আছে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলার চরফ্যাশন উপজেলার মুখারবান্ধা আন্তর্জাতিক আধুনিক বাস টার্মিনাল। শহর থেকে এক কিলোমিটার দূরে হলেও জাঁকজমকপূর্ণ এবং পর্যটন খ্যাত এই বাস টার্মিনালটি ঘিরে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান স্থায়ীভাবে গড়ে উঠেছে। কিন্তু কয়েক মাস ধরে বাস আসা-যাওয়া বন্ধ থাকায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। জনশূন্য হয়ে পড়েছে এই আধুনিক বাস টার্মিনাল।

এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে চরফ্যাশন পৌর বাজারের ওপর দিয়ে দূরপাল্লার বাসগুলো যাতায়াতের ফলে যানজটে নাকাল হচ্ছে পৌরবাসী।

পৌরসভা সূত্র জানা যায়, পৌরসভার অর্থায়নে দুই একর জমির ওপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় অত্যাধুনিক এই টার্মিনালটি। ২০১৮ সালের আগস্টে উৎসবমুখর পরিবেশে সেটি উদ্বোধন করা হয়। এই বাস টার্মিনাল থেকে ভোলা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং উপজেলার দক্ষিণ আইচা, দুলারহাট, চেয়ারম্যান বাজারসহ বিভিন্ন রুটে বাস চলে আসছিল।

সাত বছর ধরে দিনে দুই শতাধিক বাস এখান থেকে চলাচল করত। বর্তমানে পৌরসভার সদর বাজারের দুটি স্ট্যান্ড থেকে এসব বাস চলাচল করছে।

এলাকাবাসী জানায়, মুখারবান্ধা আন্তর্জাতিক বাস টার্মিনালটি পরিত্যক্ত হওয়ার পর থেকে সেখানে সন্ধ্যার পর বসছে মাদকের আসর। এসব কারণে আশপাশের এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, টার্মিনালে বাস আসা-যাওয়া বন্ধ করায় বাজারের ভেতরে বাসের যাত্রী ওঠানামা ও স্টেশন স্থাপন করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

পৌরবাসীর অভিযোগ, বাস মালিক সমিতির একঘেয়েমির কাছে যানজট নিরসনে সব উদ্যোগ ভেস্তে গেছে। ফলে যানজটে হিমশিম খাচ্ছে পৌরবাসী।

বাস মালিক সমিতির সভাপতি রিয়াদ সিকদার বলেন, ব্যবসা টেকানোর স্বার্থে আমরা নিজস্ব স্ট্যান্ড থেকে বাস পরিচালনা করছি। সরকার যদি অবৈধ যান বন্ধ করে এবং যানগুলোকে রুট পারমিট অনুযায়ী চালানো নিশ্চিত করে তাহলে আমাদের দৃষ্টিনন্দন বাসস্ট্যান্ডে ফিরে যেতে আপত্তি নেই।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, বাস টার্মিনাল থাকা সত্ত্বেও বাস পার্কিং বা স্ট্যান্ড দিয়ে যানজট সৃষ্টি কাম্য নয়। গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝুঁকি

শেয়ার
ঝুঁকি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে কেউ ট্রাকে, কেউ পিকআপ ভ্যানে ফিরছেন। গতকাল ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।

মন্তব্য

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

অথচ নিয়ম অনুসারে ভাড়া নেওয়ার কথা এক হাজার ৩৬১ টাকা। অভিযানে নেমে এমন ঘটনা জানার পর গ্রামীণ ট্রাভেলেসকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুমবস্তি এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।

ঠিকমতো খেতেও পারি না। ঈদের জন্য আলাদা বাজার করা সম্ভব ছিল না। কিন্তু সহায় জুলুমবস্তির এই পাঁচ টাকার বাজারের জন্য এবার ভালো খাবার খেতে পারব। সংগঠনের সভাপতি ফখরুল আলম লিফাত বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ঈদের আনন্দ দিতে সহায়তা করা।
এই বাজারের মাধ্যমে কমপক্ষে ৫০০ পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ