বগুড়ায় অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা পেয়ে ফিরিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়া সরকারি শাহসুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলাম। বগুড়া জেলা শহরের বর্ধিত ও সম্প্রসারিত পৌরসভা এলাকার বেতগাড়ী এলাকায় বসবাস করেন সিএনজিচালিত অটোরিকশাচালক খায়রুল ইসলাম। জীবিকার তাগিদে সংসারের অভাব মেটাতে অটোরিকশা চালান তিনি। খায়রুল ইসলাম ২৫ লক্ষাধিক টাকা সমমূল্যের ১৮ ভরি সোনার গয়নাসহ নগদ ১৫ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে।