সংক্ষিপ্ত

স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোচালক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অটোচালক

বগুড়ায় অটোরিকশায় ফেলে যাওয়া ২৬ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা পেয়ে ফিরিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়া সরকারি শাহসুলতান কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলাম। বগুড়া জেলা শহরের বর্ধিত ও সম্প্রসারিত পৌরসভা এলাকার বেতগাড়ী এলাকায় বসবাস করেন সিএনজিচালিত অটোরিকশাচালক খায়রুল ইসলাম। জীবিকার তাগিদে সংসারের অভাব মেটাতে অটোরিকশা চালান তিনি। খায়রুল ইসলাম ২৫ লক্ষাধিক টাকা সমমূল্যের ১৮ ভরি সোনার গয়নাসহ নগদ ১৫ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন তথ্যটি নিশ্চিত করেন। হারিয়ে যাওয়া সোনা ও নগদ টাকার মালিক পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী শাহিন হোসেন জানিয়েছেন, বগুড়া থেকে ক্রয়কৃত সোনার গয়না ও নগদ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বিকেলে শহরের সাতমাথা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। শাজাহানপুর এলাকায় পৌঁছানোর পর মনে হয়েছে তিনি গয়না ও টাকার ব্যাগটি অটোরিকশায় ফেলে এসেছেন। অটোরিকশাচালক খায়রুল জানান, সদর থানার ওসির উপস্থিতিতে ব্যাগে থাকা ১৮ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ প্রকৃত মালিক শাহিনের হাতে ব্যাগটি তুলে দেওয়া হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং চেক ডিস-অনার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি আক্কাস আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরিফ শিবগঞ্জের সাবেক লাভাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে এবং আক্কাস শিবগঞ্জের মিয়াপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। গত মঙ্গলবার রাতে ওই দুজন গ্রেপ্তার হন। গতকাল বুধবার র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্তব্য

পরীক্ষাকেন্দ্রে মেলার আয়োজন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
পরীক্ষাকেন্দ্রে মেলার আয়োজন বন্ধের দাবি

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা। এরই মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের এসএসসি পরীক্ষাকেন্দ্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে বলে প্রচারণা চলছে। এদিকে অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে মেলা বন্ধ হোক।

মেলা বন্ধের দাবি জানিয়ে গত সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, কটিয়াদী বাজার বণিক সমিতির আয়োজনে এ মেলা বাস্তবায়নের পুরো কার্যক্রম ও প্রস্তুতি চলছে।  মেলার কার্যক্রম পুরোদমে শুরু হলে এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতিরও বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন অভিভাবকরা। মেলা আয়োজক কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী জানান, এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে মূল বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর মেলা চালুর চিন্তাভাবনা চলছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুুল ইসলাম জানান, পরীক্ষার পর মেলা হতে পারে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মৃত্যুর দুই বছর পর পদোন্নতি

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
মৃত্যুর দুই বছর পর পদোন্নতি

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের স্নাতকের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত মঙ্গলবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়নকৃতদের মধ্যে অবন্তিকার বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। জানা গেছে, তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় ২০২৩ সালের ১২ এপ্রিল মারা যান। গত বছরের ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার বাসায় রশিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা।

মন্তব্য

সাবরেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাবরেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

সাভারের আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা। গতকাল বুধবার দুপুরে আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

ছাত্র-জনতার অভিযোগ, আশুলিয়ার সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানি করছেন। পরে তাঁর অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ওই সব গ্রাহকের কাছ থেকে ঘুষ নিয়ে কাজ করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভুক্তভোগী দলিল লেখক মো. বাবুল রানা বলেন, কাগজপত্রে নানা জটিলতার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঘুষ দাবি করেন সাবরেজিস্ট্রার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ