ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
৬ চৈত্র ১৪৩১, ১৯ রমজান ১৪৪৬
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

পর্দা উঠছে আজ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
পর্দা উঠছে আজ
উদ্বোধনী ছবি ‘মুন ম্যান’-এর দৃশ্য

চলচ্চিত্র নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৩তম আসরের পর্দা উঠছে আজ। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাংয়ের ছবি মুন ম্যান

এ বছর উৎসবের কান্ট্রি ফোকাসও থাকছে চীন।

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে প্রায় দুই যুগ ধরে এ উত্সবের আয়োজন করে যাচ্ছে রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এ বছর বিশ্বের ৭৫টি দেশের ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশ নিচ্ছে উৎসবে। ভেন্যু হিসেবে থাকছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ইত্যাদি।

উত্সব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফরম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি এই উৎসব বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। আমাদের মূল লক্ষ্য, সারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়া। 

১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে এই মাস্টাক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান।

১৯ জানুয়ারি সমাপনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে উৎসবটির। ওই আসরে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘ইত্যাদি’তে বাবুর ব্যতিক্রমী সংগীত

মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন ও সংসারের ঘানি টানতে টানতে অতিষ্ঠ জীবন নিয়ে এবারের ইত্যাদিতে গান গেয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গানটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপার মাহমুদুল হাসান। চমৎকার চারটি বক্তব্য নিয়ে এবারের এই মিউজিক্যাল ড্রামা দর্শকদের ভালো লাগবে বলে মনে করেন বাবু। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি গ্রন্থনা, রচনা ও পরিচালনায় যথারীতি হানিফ সংকেত।

 

 

মন্তব্য
অন্তর্জাল

খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার

শেয়ার
খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার
‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ জিৎ

২০২২ সালে মুক্তি পেয়েছিল নীরাজ পাণ্ডের প্রশংসিত সিরিজ খাকি : দ্য বিহার চ্যাপ্টার। তিন বছর পর নতুন অধ্যায় নিয়ে এলেন নির্মাতা। আজ নেটফ্লিক্সে এসেছে খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার। কলকাতার সন্ত্রাস দমনে দায়িত্ব পায় পুলিশ অফিসার অর্জুন মৈত্র।

নানা প্রতিকূলতা মোকাবেলা করে শহরকে নিরাপদ করতে চায় সে। অভিনয়ে আছেন প্রসেনজিত্ চ্যাটার্জি, জিত্, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

তুমি শুধু তুমি

শেয়ার
তুমি শুধু তুমি
শাবনূর ও রিয়াজ

অভিনয়ে শাবনূর, রিয়াজ, অমিত হাসান। পরিচালনা আবিদ হাসান বাদল। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : সাগর ছবি আঁকে।

একদিন গ্রামে ছবি আঁকতে গিয়ে নূপুরকে দেখে। ভালো লেগে যায় সাগরের। সেই ভালো লাগা নিয়েই ফেরে শহরে। এরই মধ্যে সাগরের একমাত্র বন্ধু বিজয় পড়াশোনা শেষে দেশে ফেরে।
ব্যবসার কাজে নূপুরদের গ্রামে যায়। সেও প্রেমে পড়ে নূপুরের। শহর থেকে সাগরকে ডেকে নেয় নূপুরের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। সাগর গিয়ে দেখে আর কেউ নয়, তার বন্ধু ভালোবাসে নূপুরকেই।
ঘটনা মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন আফ্রিকাস ঘোস্ট রিপোর্টারস। আফ্রিকার বেশ কিছু দেশে রাজনৈতিক প্রপাগাণ্ডা ছড়ানোর জন্য ভুয়া সাংবাদিকতা একটি হাতিয়ার হয়ে উঠেছে। এর রহস্য উদঘাটন করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ