ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে জিততে পারি

  • চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ বিকেল ৩টায় দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি ঘিরে প্রত্যাশা জানালেন উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান
শেয়ার
সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে জিততে পারি

চ্যাম্পিয়নস ট্রফি দারুণ একটা আয়োজন। আট বছর পর হচ্ছে। ফলে এটার জন্য আলাদা এক্সাইটমেন্ট অনুভব করছি। অনেক সময় এটাকে বিশ্বকাপের চেয়েও এগিয়ে রাখা হয়।

কারণ বিশ্বকাপে অনেক দল থাকে, আর এখানে শুধু বাছাইকৃত আটটি সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে জিততে পারিদলের হাড্ডাহাড্ডি লড়াই। ফলে এখানে প্রত্যেকটি ম্যাচ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড আমি। আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা বিরাজ করত, এখন সেটা বাংলাদেশ-ভারত হয়ে গেছে।
যদিও আমাদের ক্যালিভারের দিক থেকে কিছু সমস্যা আছে। গত কয়েক বছরে অনেক মিশ্র অভিজ্ঞতা হয়েছে। কখনো ভালো করেছে দল, কখনো একেবারে আশাহত হয়েছে ভক্তরা। বাংলাদেশও আনপ্রেডিক্টেবল দল হয়ে গেছে।
দলের জন্য বরাবরের মতোই শুভকামনা থাকবে। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। তাদের খেলা আমারও ভালো লাগে। দারুণ সব প্লেয়ার আছে। তবু চাইব, ভারতকে হারাতে পারলে সেটা আমাদের জন্য হবে বড় প্রাপ্তি।
এখন তো দলে অনেক পরিবর্তন এসেছে। এটা যেন ভালোর জন্যই হয়, তাই চাই। মাহমুদুল্লাহ, মুশফিক, তাসকিন, মোস্তাফিজ, মিরাজদের পাশাপাশি নতুনরা যেন ভালো পারফরম করেন। সিনিয়র-জুনিয়র ভারসাম্য রেখে খেললে আমরা জিততে পারি।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

১৩ বছর পর বালাম ও ন্যান্সি

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
১৩ বছর পর বালাম ও ন্যান্সি

জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের কমন জেন্ডার ছবিতে চাঁদ যেমন শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।

দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির হাউ সুইট ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। মায়া মায়া লাগে গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।

শ্রোতারাও অংশটি বেশ পছন্দ করেছেন।

ন্যানিস বলেন, জানুয়ারিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। রোমান্টিক গানটা সম্পূর্ণ প্রকাশিত হলে সবার ভালো লাগবে।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

অফিসার অন ডিউটি

শেয়ার
অফিসার অন ডিউটি
‘অফিসার অন ডিউটি’ ছবির দৃশ্য

২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি অফিসার অন ডিউটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল জিতু আশরাফের ছবিটি। গতকাল এটি এসেছে নেটফ্লিক্সে। রাগি পুলিশ অফিসার হরিশঙ্করের পদাবনতি হয়।

এক ব্যক্তির স্বর্ণের চেইন বন্ধক রাখার ঘটনা তদন্ত করতে গিয়ে এমন অপরাধচক্রের সন্ধান পায়, যেটার সঙ্গে তাঁর অতীতের ট্র্যাজেডি জড়িয়ে আছে। অভিনয়ে রয়েছেন কুনচাকো বোবান, প্রিয়ামনি, জগদীশ, বিশক নায়ের প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তেজী সন্তান

শেয়ার
তেজী সন্তান
‘তেজী সন্তান’ ছবির শুটিংয়ের ফাঁকে মান্না ও পপির সঙ্গে কলাকুশলীরা

অভিনয়ে মান্না, পপি, বাপ্পারাজ। পরিচালনা রায়হান মুজিক। সকাল ৭টা, দীপ্ত টিভি।

গল্পসূত্র : বাবা-হারা দুই সন্তান আপন ও স্বপনকে নিয়ে ঢাকায় আসে তাদের মা।

বস্তিতে ওঠে, কাজ খুঁজে নেয় বড় লোকের বাড়ি। সেই বাড়ির কর্তা তার স্ত্রীকে হত্যা করে। সেটি দেখে ভয়ে পালানোর পথে স্বপনকে হারিয়ে ফেলে তার মা। আপন এক পুলিশের সহযোগিতায় পড়াশোনা করলেও স্বপন হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী।
তার ভয়ে কাঁপতে থাকে পুরো ঢাকা। একদিন আপনের সামনে পড়ে স্বপন, তবে পরিচয় দুই ভাই নয়, পুলিশ আর সন্ত্রাসীর। শুরু হয় আইনের লড়াই।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘হা-শো’র দৃশ্য

হা-শো

এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো হা শো-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।

প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী।

আ সেন্স অব কমিউনিটি

আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন আ সেন্স অব কমিউনিটির নতুন পর্ব। এক নারী অলিম্পিয়ান হত্যার রহস্য উন্মোচনে কেনিয়ার ইতেন শহরে পৌঁছেছে অনুসন্ধানী দল। সেখানে তারা খুঁজে পায় লিঙ্গবৈষম্য ও সহিংসতার খবর।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ