কয়েক বছর ধরেই বিশ্ব সংগীতে চলছে টেইলর সুইফট যুগ। অ্যালবাম বিক্রি, জনপ্রিয়তা কিংবা লাইভ কনসার্ট—সবখানে তাঁর অসামান্য দাপট। সেটার দালিলিক স্বীকৃতিও মিলল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রির [আইএফপিআই] জরিপ অনুসারে, গত বছরের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি।
সুইফটের হ্যাটট্রিক
রংবেরং ডেস্ক

সম্পর্কিত খবর

১৩ বছর পর বালাম ও ন্যান্সি
রংবেরং প্রতিবেদক

জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে ‘চাঁদ যেমন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।
দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। ‘মায়া মায়া লাগে’ গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।
ন্যানিস বলেন, ‘জানুয়ারিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। রোমান্টিক গানটা সম্পূর্ণ প্রকাশিত হলে সবার ভালো লাগবে।’

অন্তর্জাল
অফিসার অন ডিউটি

২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি ‘অফিসার অন ডিউটি’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল জিতু আশরাফের ছবিটি। গতকাল এটি এসেছে নেটফ্লিক্সে। রাগি পুলিশ অফিসার হরিশঙ্করের পদাবনতি হয়।

চলচ্চিত্র
তেজী সন্তান

অভিনয়ে মান্না, পপি, বাপ্পারাজ। পরিচালনা রায়হান মুজিক। সকাল ৭টা, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বাবা-হারা দুই সন্তান আপন ও স্বপনকে নিয়ে ঢাকায় আসে তাদের মা।

টিভি হাইলাইটস

হা-শো
এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।
আ সেন্স অব কমিউনিটি
আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘আ সেন্স অব কমিউনিটি’র নতুন পর্ব। এক নারী অলিম্পিয়ান হত্যার রহস্য উন্মোচনে কেনিয়ার ইতেন শহরে পৌঁছেছে অনুসন্ধানী দল। সেখানে তারা খুঁজে পায় লিঙ্গবৈষম্য ও সহিংসতার খবর।