আরো খবর

৬৩-তে মঞ্চনাটকে অভিষেক

শেয়ার
৬৩-তে মঞ্চনাটকে অভিষেক

জর্জ ক্লুনিএক নামেই সিনে দুনিয়ায় পরিচিত। গত শতকের সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর ক্যারিয়ার। ওই সময় টিভি নাটকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পরে সিনেমায় এসেও নিজেকে মেলে ধরেন।

অর্জন করে নেন অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার। এখন তিনি জ্যেষ্ঠ অভিনেতা। বয়স ৬৩ বছর। আর এই বয়সেই শুরু করলেন অভিনয়ের নতুন অধ্যায়মঞ্চনাটক।
বৃহস্পতিবার মঞ্চস্থ হয়েছে তাঁর প্রথম নাটক গুড নাইট, অ্যান্ড গুড লাক। যুক্তরাষ্ট্রের ব্রডওয়ে থিয়েটার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী। এটি ২০০৫ সালে মুক্তি পাওয়া একই নামের ছবির নতুন সংস্করণ। নির্দেশনা দিয়েছেন টনি পুরস্কারজয়ী ডেভিড কর্মার।
ক্লুনির মঞ্চাভিষেকে হলিউডের বেশ কয়েকজন তারকা হাজির হয়েছিলেন। এর মধ্যে পিয়ার্স ব্রসনান, কাইলি মিনোগ অন্যতম।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ববির নতুন ছবি দিওয়ানা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ববির নতুন ছবি দিওয়ানা

কে এ নিলয়ের বউ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। শুটিং শেষ না হতেই এই নির্মাতার নতুন ছবি দিওয়ানায় যুক্ত হয়েছেন অভিনেত্রী। নিলয় বলেন, ববিকে নিয়ে বউ ছবির শুটিং করছি। তাঁর সঙ্গে আমার প্রথম কাজ এটি।

সহযোগিতাপরায়ণ একজন শিল্পী তিনি। আমার পরের ছবি দিওয়ানার জন্য তাঁকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাঁকে নিয়ে কাজ করতে যাচ্ছি। শিগগিরই শুটিংয়ে যাব আমরা।
নায়ক কাকে নেব তা এখনো চূড়ান্ত করিনি। কিছু দিনের মধ্যে সব জানাব।

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

স্পাই হাই

শেয়ার
স্পাই হাই
‘স্পাই হাই’ সিরিজের দৃশ্য

মঙ্গলবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মিনি সিরিজ স্পাই হাই। ১৫ বছরের কিশোর ব্লেক রবিনস। হঠাৎ তাকে স্কুলের প্রিন্সিপালের অফিসে ডাক হয়। অভিযোগ, সে মাদক বিক্রি করে।

এর সপক্ষে একটি ছবিও রয়েছে। এ ঘটনায় বদলে যায় ব্লেকের জীবন। অভিনয়ে আছেন ব্লেক রবিনস, হলি রবিনস, জলিল হাসান, এলিজাবেথ লিয়ার্ড প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

মেয়েটি এখন কোথায় যাবে

শেয়ার
মেয়েটি এখন কোথায় যাবে
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্য

অভিনয়ে জলি, শাহরিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সুব্রত। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে, পরিচালনা নাদের চৌধুরী। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : হিন্দু পরিবারের মেয়ে কৃষ্ণকলিকে ভালোবাসে অন্য এক গ্রামের বখাটে ছেলে রাজা।

বিয়ের প্রস্তাবও দেয় কৃষ্ণকলিকে। কিন্তু রাজা মুসলমান হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে কৃষ্ণকলি। পরিণামে কৃষ্ণকলিকে বাড়ি থেকে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে যায় রাজা। কাহিনি মোড় নেয় অন্যদিকে।

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘ফাউল জামাই’ ধারাবাহিকে শরাফ আহমেদ জীবন

ফাউল জামাই

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ফাউল জামাই। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, আব্দুল্লাহ রানা, আশরাফ সুপ্ত, মুসাফির সৈয়দ বাচ্চু, তানহা তাসনিয়া, রোবেনা রেজা জুঁই, সুজিত বিশ্বাস প্রমুখ।

 

টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ