গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি-ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।
শাকিব খান, অভিনেতা
জয়া আহসান
দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।
বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।’
জয়া আহসান, অভিনেত্রী

আফরান নিশো
গাজায় চলমান সহিংসতা, শিশুহত্যা ও সাধারণ মানুষের ওপর আক্রমণ দেখে মন ভেঙে যাচ্ছে।
মানবতার পক্ষে কথা বলা সবার দায়িত্ব। যুদ্ধ নয়, শান্তি চাই। ধর্ম, জাতি বা ভৌগোলিক অবস্থান-নির্বিশেষে যেকোনো নিরীহ মানুষের ওপর নিপীড়ন বন্ধ হোক। গাজার মানুষগুলোর কান্না আমাদের বিবেক নাড়িয়ে দেয়। সহিংসতা কখনোই সমাধান হতে পারে না। চাই না আর কোনো শিশুর বোমার শব্দে ঘুম ভাঙুক। গাজায় শান্তি ফিরিয়ে আনুন।
আফরান নিশো, অভিনেতা

সিয়াম আহমেদ
আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না?
সিয়াম আহমেদ, অভিনেতা

ইলিয়াস কাঞ্চন
এ ছাড়া সংগীতশিল্পী আসিফ আকবর, নির্মাতা আশফাক নিপুণ, অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, পরীমনি, দীঘিসহ অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন।