<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : পিএসএল (পাকিস্তান সুপার লিগ) ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। সেই ম্যাচে নিজেদের ইনিংসের শেষ ওভারে পেশোয়ার জালমির পেসার ওয়াহাব রিয়াজের ৬ বলে ৬ ছক্কা হাঁকানো ইফতিখার আহমেদের বিপিএল রাঙাতে গত রাতেই আবার ঢাকায় ফেরার কথা। প্লে-অফ পর্বে না হোক, লিগ পর্বের শেষের দিকে তাঁর সার্ভিস পাচ্ছে ফরচুন বরিশাল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমনিতেই ১০ ফেব্রুয়ারির পর পাকিস্তানি ক্রিকেটারদের আর পাওয়ার সুযোগ নেই কোনো দলের। তবে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএলের আগে সে দেশের ক্রিকেটারদের পাওয়ার শেষ সুযোগও হাতছাড়া করছে না বিপিএলের শীর্ষ ফ্র্যাঞ্চাইজিরা। আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের এক নম্বর দল হতে মরিয়া সিলেট স্ট্রাইকার্সও যেমন এক ম্যাচের জন্য ফিরিয়ে আনছে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। অন্যরা ফিরে গেলেও মোহাম্মদ রিজওয়ান ঢাকাতেই ছিলেন, তাঁর সঙ্গে আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিতে ফিরছেন খুশদিল শাহও। যদিও এই দফায় নাসিম শাহ ফিরছেন না। না ফিরলেও সমস্যা নেই, পাকিস্তানি ক্রিকেটারদের হারানোর সময় ঘনিয়ে এলেও তারার আলোর অভাব হচ্ছে না কুমিল্লা শিবিরে। বিশেষ করে প্লে-অফ পর্বে পাকিস্তানিদের অভাব পুষিয়ে দিতে আসছেন দুই ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনেই ঢাকার পথে রওনা হয়ে গেছেন বলে গত রাতে নিশ্চিত করা হয়েছে কুমিল্লা শিবির থেকে। তবে প্লে-অফের আরেক দল রংপুর রাইডার্স গত রাত পর্যন্তও অনিশ্চয়তায় ছিল আফগান স্পিনার মুজিব-উর রহমানকে নিয়ে। আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে তাঁর দল দুবাই ক্যাপিটালসের প্লে-অফে যাওয়া না যাওয়া নির্ভর করছিল গত রাতে গালফ জায়ান্টস ও শারজা ওয়ারিয়র্সের ম্যাচের ফলাফলের ওপর। জয়ে দুবাইকে পেছনে ফেলে শারজা প্লে-অফে গেলেই কেবল মুজিবের রংপুরের হয়ে খেলার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। তবে দুবাই প্লে-অফে গেলে রংপুর আর তাঁকে পাবে না।</span></span></span></span></p>