<p>ক্রীড়া প্রতিবেদক : খুব বেশিদিন আগের কথাও নয়। গত জুনে দারুণ একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার হাতছানি ছিল দলটির সামনে। আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ১১৬ রান তাড়া করার সমীকরণ মেলাতে তো পারেইনি, উল্টো ২০ ওভারের ম্যাচে ১০৫ রানে অল আউট হয়ে হেরে যায় বাংলাদেশ। ছয় মাসের ব্যবধানে সেই সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল স্টেডিয়ামে নতুন চ্যালেঞ্জ লিটন দাস, সৌম্য সরকারদের। এবারের লড়াই যতটা না প্রতিপক্ষের বিপক্ষে, তার থেকে বেশি নিজের সঙ্গে নিজের।</p> <p>ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার টাটকা স্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। নতুন মিশনে নামার আগে সফরকারী ক্রিকেটাররা চাইছেন, পুরনো ক্ষত ভুলে নতুন করে শুরু করতে। কিন্তু ক্যারিবীয়রা এই সংস্করণের দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাদের শক্তি আর সামর্থ্যের সঙ্গে পেরে ওঠা মোটেও সহজ নয়। পরিসংখ্যান সে কথাই বলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬টি টি-টোয়েন্টিতে মাত্র পাঁচ জয় বাংলাদেশের। শুধু ক্যারিবীয় অঞ্চলের হিসাব করলে ছয় ম্যাচে জয়হীন।</p> <p>এ জন্য প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন সফরকারীররা। গতকাল একটি ভিডিও বার্তায় টপ অর্ডার ব্যাটার সৌম্যর কথায় তেমনই বার্তা পাওয়া গেল, ‘তারা টি-টোয়েন্টিতে ভালো দল। এটার থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা খেললে আমরা ম্যাচ জিততে পারব।’</p> <p>সেন্ট ভিনসেন্টে খুব বেশি রানের খেলা হয় না। ১৫৯ সেখানে সর্বোচ্চ সংগ্রহ। সেটাও বাংলাদেশ দলের। এই মাঠে তিন ম্যাচ খেলা সৌম্যদের জয়ের পাল্লাই ভারী। জিতেছে দুই ম্যাচ। এই আত্মবিশ্বাস থেকেই কিনা টি-টোয়েন্টিতে ভালো করার টোটকা খুঁজলেন সৌম্য, ‘আশা করি সামনে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তন করতে পারব। ফলে বোলার-ব্যাটার মিলে ভালো কিছু হওয়ার আশা করা যাচ্ছে।’</p> <p>তবে বাংলাদেশ দলকে ভাবাচ্ছে সাম্প্রতিক ফর্ম। ওয়ানডেতে ব্যাটাররা ভালো করলেও ধারবাহিকতা দেখাতে পারেননি। মাহমুদ উল্লাহ তিনটি ম্যাচে ফিফটি করলেও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নেওয়ায় এই সংস্করণের দলে নেই। একই সঙ্গে ভাবতে হচ্ছে বোলারদের ফর্ম নিয়েও। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ২৯৪ ও ৩২১ রান করেও হারতে হয়েছে সফরকারীদের। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টিতে ভালো করতে হলে এখন সৌম্যদের চ্যালেঞ্জ নিজেদের সঙ্গে।</p> <p> </p>