<p style="text-align:justify">‘আমি জানি না কোথা থেকে শুরু করব। আজ যেখানে, এখানে পৌঁছানোটা আমার জন্য প্রায় অসম্ভবই ছিল। আমি ছিলাম সাও গনকালোর রাস্তায় খালি পায়ে খেলে বেড়ানো এক কিশোর। সেখান থেকে এই মঞ্চ ছিল অনেক দূরে। আমাকে ঘিরে ছিল দারিদ্র্য, অপরাধ। আজ এখানে থাকতে পারাটা আমার জন্য তাই অনেক বড় কিছু’—প্রথমবারের মতো ফিফা ‘দ্য বেস্ট’-এর পুরস্কার হাতে নিয়ে বলেছেন ভিনিসিয়ুস জুনিয়র।</p> <p style="text-align:justify"><img alt="অসম্ভবকে জয় করা ভিনিসিয়ুস" height="484" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/19-12-2024/Rif/19-12-2024-p3-8.jpg" style="float:left" width="280" />ব্রাজিলের এক বিস্ময়বালক হিসেবেই তাঁকে সই করিয়েছিল রিয়াল মাদ্রিদ। তখনো তাঁর পেশাদার ফুটবলে অভিষেকই হয়নি। কিন্তু রিয়াল রত্ন চিনতে ভুল করেনি। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে শিরোপা জেতানোর পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পরপরই তাঁর ঠিকানা হয়ে যায় মাদ্রিদ, যেখানে ফুটবল দুনিয়ার সব মহীরুহ খেলে গেছেন। ভিনি এখন নিজেকে সেই দলে ফেলতেই পারেন। দোহার মঞ্চে বর্ষসেরার পুরস্কার জেতার পর গতকাল ইনস্টাগ্রামেও সরব হয়েছেন তিনি। লিখেছেন, ‘ভিনি, ভিডি, ভিসি। যে পুরস্কারটা কিশোর বয়সে তোমার সব হিরোকে হাতে তুলতে দেখেছ তুমি, এখন সেখানটাতেই তুমি। এখন তোমার সময়, এখন তুমি বলতেই পারো—হ্যাঁ আমিই এখন বিশ্বসেরা।’</p> <p style="text-align:justify">ফিফা ‘দ্য বেস্ট’ বিশ্বসেরার আনুষ্ঠানিক স্বীকৃতি। তবে দীর্ঘদিন ধরেই ফুটবল অনুসারীদের কাছে স্বীকৃতির ক্ষেত্রে শেষকথা ‘ব্যালন ডি’অর’। ২০২৩-২৪ ফুটবল মৌসুমের জন্য ফ্রান্স ফুটবলের সেই স্বীকৃতি আবার পেয়েছেন রদ্রি, যা একেবারেই মানতে পারেনি রিয়াল। এ বছরের সেই ব্যালন ডি’অরের আগে নাটকও কম হয়নি। ভিনিসিয়ুস সেই পুরস্কার জিতছেন না জানতে পেরে শেষ মুহূর্তে প্যারিস সফরই বাতিল করে ক্লাবটি। ‘যেখানে আমাদের সম্মান নেই, সেখানে আমরা যেতে পারি না’—এমনই ছিল লস ব্লাংকোসের প্রতিক্রিয়া। ভিনিসিয়ুস রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা ডাবল জেতাতে রেখেছেন বড় ভূমিকা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, ফাইনালে লক্ষ্যভেদসহ মৌসুমে ২৪ গোল, সঙ্গে ১১ অ্যাসিস্ট তাঁর। সেই পারফরমারকে উপেক্ষা মানতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ফিফায় এলো সেই স্বীকৃতি। গত পরশু দোহার সেই আয়োজনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকেও দেখা গেছে হাসিমুখে।</p> <p style="text-align:justify">তবে নিন্দুকেরা যে থামবে না, সেটা জানেন ভিনি। গতকালের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন সেটাও, ‘তারা চেষ্টা করবে আমাকে অস্বীকার করতে, আমার শ্রেষ্ঠত্ব কেড়ে নিতে; কিন্তু তারা পারবে না।’ ফিফা ডটকম, বিবিসি</p> <p> </p>