ক্রীড়া প্রতিবেদক : বাফুফের সঙ্গে তৃতীয় মেয়াদে চুক্তি নবায়নের পরের দিন শুক্রবার ঢাকায় পৌঁছেন হাভিয়ের কাবরেরা। সেদিনই স্প্যানিশ এই কোচ চলে যান মুন্সীগঞ্জে, আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ দেখতে। পরের দিন ছিলেন কিংস অ্যারেনায় বসুন্ধরা ও ফর্টিসের ম্যাচেও। ছুটিতে যাওয়ার আগে কাবরেরার রুটিন ছিল মাঠে মাঠে গিয়ে খেলা দেখা এবং শিষ্যদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
স্থানীয়দের নৈপুণ্যে খুশি কাবরেরা
- গতকাল বাফুফে ভবনে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘ঘরোয়া ম্যাচগুলোতে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। ওরা যথেষ্ট ভালো করেছে।’

গতকাল বাফুফে ভবনে ৪০ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘ঘরোয়া ম্যাচগুলোতে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি।
এবারের লিগে গোলদাতার তালিকায় প্রথম ১২ জনের পাঁচজনই স্থানীয়। লিগের পাশাপাশি ফেডারেশন কাপও মিলিয়ে দেখা যাচ্ছে স্থানীয়রা গোল পাচ্ছেন এবার শুরু থেকেই। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের আগে অতীতের মতো এবারও সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার ইচ্ছা কাবরেরার। বাফুফেও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।
ভারত ছাড়াও গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। ২০২২ সালের বাছাইয়ের তুলনায় এবারের প্রতিপক্ষ কিছুটা সহজই বলা যায়। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তিনটি ম্যাচই দারুণ লড়াই করেছিলেন জামাল-রাকিবরা। ওই মানের ফুটবল খেলতে পারলে তবেই ইতিবাচক কিছু হবে বলছেন কাবরেরা, ‘এটা ঠিক যে, ২০২২ সালের তুলনায় গ্রুপ সহজ। তবে এই দলগুলোও শক্তিশালী। গত বছর শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের মাঠে যে পারফরম্যান্স করেছিলাম, সেটা হলে আমরা আশা করতে পারি ভালো কিছু হবে।’ ভারত ম্যাচেই অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। ক্যাম্পে শুরু থেকে না থাকলেও শেষদিকে যোগ দিতে পারেন লিস্টার সিটির এই মিডফিল্ডার। হামজার মানিয়ে নিতে সমস্যা হবে না বলছেন বাংলাদেশ কোচ, ‘হামজা উঁচু মানের খেলোয়াড়। আশা করছি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে সে। আমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি ওর।’
সম্পর্কিত খবর

টি স্পোর্টস

ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা
চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা
।

টিভিতে

ফুটবল
উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫
স্পেন-নেদারল্যান্ডস
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩
পর্তুগাল-ডেনমার্ক
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ফ্রান্স-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১
।

বিকেএসপিরই শিরোপা
ক্রীড়া প্রতিবেদক

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।
ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

জুয়ার বিজ্ঞাপনে সাকিব
ক্রীড়া প্রতিবেদক

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।
এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।