আর্সেনালে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে সিটিজেনদের গোলের মালা পরিয়ে ৫-১ ব্যবধানে জিতেছে গানাররা। ২২ বছরের মধ্যে প্রথমবার আর্সেনালের কাছে এত গোল খেল সিটিজেনরা। এ নিয়ে সাবেক সহকারী মিকেল আর্তেতার বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলেন পেপ গার্দিওলা।
দুই ম্যানচেস্টারের দুঃস্বপ্নের রাত

সমানে সমান লড়াই হচ্ছিল এমিরেটস স্টেডিয়ামে। খেলার দ্বিতীয় মিনিটে মার্তিন ওদেগার্দ গানারদের এগিয়ে নিলে বিরতির পর সিটিজেনদের হয়ে সমতা ফিরিয়েছিলেন আর্লিং হালান্ড।
আর্সেনালের মাঠে বড় হারে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয়ের স্বপ্ন কার্যত শেষ পেপ গার্দিওলার দলের।
বেদনায় নীল হয়েছে ম্যানচেস্টারের লাল অংশের সমর্থকরাও। নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে লিগে চলতি মৌসুমে ১৩ ম্যাচে এটা সপ্তম হার রেড ডেভিলদের। প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন আরো ধূসর হয়ে গেছে ম্যানইউর। কোচ রুবেন আমোরিমের কণ্ঠে স্বভাবতই হতাশার সুর, ‘খুব বাজে ফল।’
ইতালিয়ান সিরি ‘এ’তে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে এম্পোলিকে। ডার্বিতে ১-১ গোলে ড্র করেছে দুই মিলান। রোমা ও নাপোলির ম্যাচের স্কোরও অভিন্ন। জার্মানির বুন্দেসলিগায় হফেনহেইমকে ৩-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে এনেছে লেভারকুসেন। ইএসপিএন
সম্পর্কিত খবর

টিভিতে

ফুটবল
লা লিগা, লেগানেস-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা, জিও সিনেমা
বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১০-৩০ মিনিট, টেন ২
।
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব
ক্রিকেট
ডিপিএল, আবাহনী-মোহামেডান
সরাসরি, সকাল ৯টা
আইপিএল, লখনউ-গুজরাট
সরাসরি, বিকেল ৪টা
হায়দরাবাদ-পাঞ্জাব
সরাসরি, রাত ৮টা
পিএসএল, পেশোয়ার-কোয়েটা
সরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস অ্যাপ
করাচি-মুলতান
সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ
।

দুই সমর্থকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে সংঘর্ষে জড়িয়ে দুই সমর্থক প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটে গত পরশু ফোর্তালেজা-কোলো কোলো ম্যাচে। ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

লিভারপুলেই থাকছেন সালাহ

অন্য কোথাও যাচ্ছেন না মোহাম্মেদ সালাহ, অ্যানফিল্ডে আরো দুই বছর থাকছেন মিসরীয় এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে ৩৯৪ ম্যাচে ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৩ গোল করেছেন তিনি।