ক্রীড়া প্রতিবেদক : সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রফাইলে শেয়ার করেছেন হাভিয়ের কাবরেরা। এতেই বোঝা যায়, প্রবাসী ফুটবলারদের ওপর চোখ রেখে আসছিলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে রেখেছেন স্প্যানিশ এই কোচ।
১৮ বছর বয়সী এই মিডফিল্ডার বেড়ে উঠেছেন ইতালিতে।
মূলত মিডফিল্ডার হলেও লেফট উইংয়ে খেলতে পারেন তিনি। তাঁর দাদার বাড়ি ফেনী জেলায়। বাংলাদেশের পাশাপাশি ইতালির নাগরিকত্বও পেয়েছেন তিনি। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার যুবদলে খেলেছেন ফাহমিদুল। ২০২০ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ে খেলার পর ইতালির আরেক ক্লাব লিভোরনোতে যোগ দেন তিনি। এ বছরের জানুয়ারিতে লিভোরনোও ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন এই তরুণ। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার চার দিন আগে ওলবিয়া কালসিওতে নাম লিখিয়েছেন ফাহমিদুল। নেপলসের ক্লাবটির হয়ে অবশ্য এখনো কোনো মাঠে নামা হয়নি তাঁর। তার আগেই সুযোগ চলে এসেছে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার।
তবে সেটা নির্ভর করছে বাংলাদেশ দলের ক্যাম্পে ফাহমিদের মানিয়ে নেওয়ার ওপর। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘কাবরেরা ওকে (ফাহমিদ) খুঁজে বের করেছেন। ক্যাম্পে ওকে দেখা হবে। যদি আমাদের চাহিদা মেটাতে পারে তাহলে চূড়ান্ত দলেও থাকতে পারে।
’ কাবরেরাও তাঁকে নিয়ে আশাবাদী, ‘বয়স কম হলেও ইউরোপের সিনিয়র পর্যায়ে সে খেলে ফেলেছে। আমাদের বিশ্বাস, দলকে ভালো কিছু এনে দেবে।’