ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী শুরুতে দুঃখ প্রকাশ করলেন। মিরপুর স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে গতকাল বিকেল ৪টায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল। সেটি আধাঘণ্টা দেরিতে শুরুর কারণ জানিয়ে বললেন, ‘এখানে আসার আগে আম্পায়ারদের সঙ্গে আমাদের একটি আলোচনা ছিল।’
আগামীকাল শুরু হওয়া ডিপিএলের এবারের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।
ট্রফি উন্মোচনের সময় সালাহউদ্দিন বলেন, ‘যেহেতু টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, এবার রিভিউ সিস্টেম থাকবে।’ অর্থাৎ প্রথমবারের মতো ঘরোয়া এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার রাখার সিদ্ধান্ত হয়েছে। ডিপিএল ঘিরে এত দিন ধরে চলে আসা পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেতে নড়েচড়ে বসেছে সিসিডিএম। এবার শুধু মিরপুরের ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচারিত হবে, বাকি ভেন্যুগুলোর ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টসের অ্যাপে। এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের সঙ্গে আম্পায়াররাও স্বস্তি প্রকাশ করেছেন।
তৃতীয় আম্পায়ার সংযোজনের ঘোষণায় স্বস্তি থাকলেও পারিশ্রমিক নিয়ে কথা বলেন উপস্থিত ১২ দলের অধিনায়কের অনেকেই। মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক।
এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে।’ এরপর বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন একই প্রসঙ্গে কথা বলেন, ‘ঢাকা লিগে সবচেয়ে বড় হচ্ছে পারিশ্রমিক ইস্যু। খেলোয়াড়রা এবার টাকা কম নিয়ে খেলছে। এই টাকাটা যেন ক্লাবগুলো পরিশোধ করে।’