প্রিমিয়ার লিগে এবার তৃতীয় আম্পায়ার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
প্রিমিয়ার লিগে এবার তৃতীয় আম্পায়ার

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী শুরুতে দুঃখ প্রকাশ করলেন। মিরপুর স্টেডিয়ামের অস্থায়ী মঞ্চে গতকাল বিকেল ৪টায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল। সেটি আধাঘণ্টা দেরিতে শুরুর কারণ জানিয়ে বললেন, এখানে আসার আগে আম্পায়ারদের সঙ্গে আমাদের একটি আলোচনা ছিল।

আগামীকাল শুরু হওয়া ডিপিএলের এবারের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

ট্রফি উন্মোচনের সময় সালাহউদ্দিন বলেন, যেহেতু টেলিভিশনে সম্প্রচার হচ্ছে, এবার রিভিউ সিস্টেম থাকবে। অর্থাৎ প্রথমবারের মতো ঘরোয়া এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার রাখার সিদ্ধান্ত হয়েছে। ডিপিএল ঘিরে এত দিন ধরে চলে আসা পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেতে নড়েচড়ে বসেছে সিসিডিএম। এবার শুধু মিরপুরের ম্যাচগুলো টেলিভিশনে সম্প্রচারিত হবে, বাকি ভেন্যুগুলোর ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টসের অ্যাপে।
এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের সঙ্গে আম্পায়াররাও স্বস্তি প্রকাশ করেছেন।

তৃতীয় আম্পায়ার সংযোজনের ঘোষণায় স্বস্তি থাকলেও পারিশ্রমিক নিয়ে কথা বলেন উপস্থিত ১২ দলের অধিনায়কের অনেকেই। মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট মেরুদণ্ড। খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক।

এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। এরপর বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন একই প্রসঙ্গে কথা বলেন, ঢাকা লিগে সবচেয়ে বড় হচ্ছে পারিশ্রমিক ইস্যু। খেলোয়াড়রা এবার টাকা কম নিয়ে খেলছে। এই টাকাটা যেন ক্লাবগুলো পরিশোধ করে।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-লখনউ

সরাসরি, রাত ৮টা

 

অন্যান্য চ্যানেল

ফুটবল

লা লিগা, বার্সেলোনা-ওসাসুনা

সরাসরি, রাত ২টা, জিও সিনেমা

ইপিএল, আর্সেনাল-ম্যানইউ

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি-লিস্টার সিটি

পুনঃপ্রচার, সকাল ১১-৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন-লিভারপুল

পুনঃপ্রচার, দুপুর ১টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস

মায়ামি ওপেন

সরাসরি, রাত ১টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

দুর্দান্ত জোকোভিচ

শেয়ার
দুর্দান্ত জোকোভিচ

সহজ জয়ে মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালিয়ান প্রতিপক্ষ লোরেনজো মুসেত্তিকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা। মাত্র এক ঘণ্টা ২২ মিনিটে ৬-২, ৬-২ গেমের জয়ের আনুষ্ঠানিকতা সারেন জোকোভিচ। মায়ামির এই টেনিস আসরে ছয়বার শিরোপা জিতেছেন জোকোভিচ।

এপি

মন্তব্য

মরক্কোর জয়

শেয়ার
মরক্কোর জয়

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে জায়ান্টরা। নিজ মাঠে ২-০ ব্যবধানে তানজানিয়াকে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান আরো সুসংহত করেছে মরোক্কো। দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন নায়েফ অগার্ড এবং ব্রাহিম ডিয়াজ। এ ছাড়া আলজেরিয়া ৫-১-এ মোজাম্বিককে এবং মিসর ১-০ ব্যবধানে হারিয়েছে সিয়েরালিওনকে।

এপি

প্রাসঙ্গিক
মন্তব্য

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

শেয়ার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না-ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরই চিকিৎসায় অবহেলার কথা অভিযোগ করে তাঁর পরিবার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাত চিকিৎসকের বিরুদ্ধে বিচার চলছিল।

বিচারকাজ চলাকালেই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাঁকে গ্রেপ্তার করার কারণ হিসেবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গত পরশু তাঁর সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েকবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি ছিল, মৃত্যুর সময় ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তাঁর।

তবে তদন্তে জানা যায়, মৃত্যুর আগে ও পরে লুক ও কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার। এপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ