২০০৮ যুব বিশ্বকাপে বিরাট কোহলির সতীর্থ ছিলেন তন্ময় শ্রীবাস্তব। সেই কোহলি এখন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। আর তাঁর সেই সতীর্থ তন্ময়ের ক্যারিয়ার বাঁক নেয় আম্পায়ারিংয়ে। এবারের আইপিএলেও আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
২০০৮ যুব বিশ্বকাপে বিরাট কোহলির সতীর্থ ছিলেন তন্ময় শ্রীবাস্তব। সেই কোহলি এখন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। আর তাঁর সেই সতীর্থ তন্ময়ের ক্যারিয়ার বাঁক নেয় আম্পায়ারিংয়ে। এবারের আইপিএলেও আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সম্পর্কিত খবর
ফুটবল
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই
লিথুয়ানিয়া-ফিনল্যান্ড
সরাসরি, রাত ১১টা, টেন ২
ইংল্যান্ড-লাটভিয়া
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
পোল্যান্ড-মাল্টা
সরাসরি, রাত ১-৪৫ মিনিট
টেন ১
।ক্রিকেট
ডিপিএল
আবাহনী-ধানমণ্ডি স্পোর্টস
সরাসরি, সকাল ৯টা
আইপিএল
দিল্লি-লখনউ
সরাসরি, রাত ৮টা
।স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন। রানার আপ তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। মিনহাজ ৯ খেলায় সাড়ে ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। আট পয়েন্ট নিয়ে সুব্রত রানার আপ হন।