ক্রীড়া প্রতিবেদক : যে খেলোয়াড়টিকে নিয়ে আপনি মূল পরিকল্পনা সাজাবেন, মাঝমাঠে থেকে যিনি খেলাটা গড়ে দেবেন—সেই তাঁকে ছাড়াই দিনের পর দিন অনুশীলন চালিয়ে যাওয়াটা জটিল। বলা হচ্ছে হামজা চৌধুরীর কথা। জানা যে ভারতের বিপক্ষে বাংলাদেশের মিডফিল্ডে নিশ্চিতভাবেই থাকছেন তিনি এবং দলের মূল খেলোয়াড়ও হতে যাচ্ছেন তিনি, অথচ সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পের পুরো সময়টাই তাঁকে ছাড়া কাজ করতে হবে হাভিয়ের কাবরেরাকে।
এ ক্ষেত্রে ‘ডামি’ একজনকে মাঝখানে রেখে হামজার সঙ্গে বাকিদের সমন্বয় কেমন হবে—সেটি কি ঝালিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে।