পিসিবির পথ ধরবে বিসিবি?

শেয়ার
পিসিবির পথ ধরবে বিসিবি?

লাহোর থেকে প্রতিনিধি : একটু আগেই সংবাদ সম্মেলনে একটানা নানা ব্যাখ্যা দিয়ে গেছেন তিনি। সেই পর্ব শেষে বেরিয়ে যাওয়ার পথে বাংলাদেশের কয়েকজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করায় থামলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন হেড কোচ আকিব জাভেদ। তাঁর দল এবং নাজমুল হোসেনদের এবার চ্যাম্পিয়নস ট্রফিতে একই পরিণতি। গ্রুপ পর্ব থেকেই বিদায় দুই দলের।

এমন বিদায়ে নিজ দলের সঙ্গে বাংলাদেশের মিলও খুঁজে পেলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার, কোনো দলকে হারাতে গেলে তাদের চেয়ে ভালো খেলতে হবে অথবা সমমানের হতে হবে। এ জন্যই তো এটিকে চ্যাম্পিয়নস ট্রফি বলা হয়। এখানে আপনার তিনটি সুযোগ। যদি দুই ম্যাচেই হেরে বসেন, তাহলে সব শেষ।

পাকিস্তান আর বাংলাদেশের শেষ একইভাবে হয়েছে এই আসরে। তবে নাজমুলদের একটি জায়গায় অন্য দলগুলোর চেয়ে এগিয়েই থাকতে দেখেছেন আকিব, ভারতের পর বাংলাদেশই অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে থাকা দল। কিন্তু যেভাবে ওদের পারফরম করার দরকার ছিল, সেভাবে তারা পারেনি। এই না পারায় দলের অভিজ্ঞতম দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদ উল্লাহর দায়ও কম নয়।

দেশে ফিরে যাওয়ার পর তাঁদের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার বার্তাও মিলেছে বিসিবির শীর্ষ পর্যায় থেকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করলেও পাকিস্তানের ক্ষেত্রে চিত্রটি একেবারেই ভিন্ন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একরকম তাৎক্ষণিক ব্যবস্থায় গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং আগামী বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ সামনে রেখে তারা মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছেঁটে ফেলে নতুন দিনের ঘোষণা দিয়ে ফেলেছে।

আসন্ন নিউজিল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেই তারা রাখেনি দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।

এই সংস্করণের নেতৃত্ব তারা তুলে দিয়েছে আগা সালমানকে। গাদ্দাফি স্টেডিয়ামের প্রেস বক্সের পেছনের সংবাদ সম্মেলন কক্ষে আকিব জাভেদের পাশেই বসা ছিলেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে সাড়াও দিলেন। ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের বিষাদ ভুলে নতুন অধিনায়কও তাকালেন সামনে, হতাশার তো বটেই। তবুও জীবন চালিয়ে নিতে হবে এবং দৃষ্টিটা থাকতে হবে সামনে। সামনে তাকাতে গিয়ে টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান অধ্যায়ের ইতিই টেনে ফেলা হয়েছে একরকম। তবে ওয়ানডেতে এখনো নেতৃত্ব ধরে রেখেছেন রিজওয়ান। নিউজিল্যান্ড সফরেও এই সংস্করণে তিনিই অধিনায়ক। তবে ওয়ানডে দল থেকে ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদিকে বাদ দিয়েও অভিজ্ঞদের কড়া বার্তা দিয়ে রাখা হয়েছে।

পিসিবির পথ ধরে বিসিবিও কি সে রকম কোনো কিছুই করবে?

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, আর্সেনাল-চেলসি

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

পুনঃপ্রচার, সকাল ১১টা, সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

হাইলাইটস, রাত ৯-৩০ মিনিট, সিলেক্ট ১

আই লিগ, নমধারি-গোকুলাম কেরালা

সরাসরি, দুপুর ২-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

এশিয়ান লিজেন্ড লিগ, কোয়ালিফায়ার ২

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট

প্রাসঙ্গিক
মন্তব্য

জয়ের ধারায় এলিট আরামবাগ

শেয়ার
জয়ের ধারায় এলিট আরামবাগ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাফুফে এলিট একাডেমি ও আরামবাগ। গতকাল বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে এলিট একাডেমি ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে আরামবাগ।

ফর্টিস মাঠে দিনের অন্য ম্যাচে ওয়ারীর বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে পিডব্লিউডি।

সাব্বির আহমেদের গোলে ওয়ারী প্রথম এগিয়ে গেলেও মিনহাজুল করিম ও রুমন হোসেনের দুই গোল জিতিয়েছে পিডব্লিউডিকে। ফরাশগঞ্জের বিপক্ষে এলিটের হয়ে গোল করেছেন জয় আহমেদ ও মাহফুজ ইসলাম। ফরাশগঞ্জের গোলটি করেছেন তরিকুল।

মন্তব্য

আলকারাজের হার

শেয়ার
আলকারাজের হার

ইন্ডিয়ান ওয়েলসে হ্যাটট্রিক হলো না কার্লোস আলকারাজের। ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন দুবারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড। ১-৬ গেমে হেরে শুরুটা করেছিলেন বাজেভাবে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরেরটি জিতে নেন ৬-০ গেমে।

কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় সেটে জিতে প্রথমবার ফাইনালে ড্র্যাপার। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ