ক্রীড়া প্রতিবেদক : হোম অর অ্যাওয়ে ভিত্তিতে সাফ ফুটবল আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে দক্ষিণ এশীয় ফুটবল সংস্থা। গতকাল নেপালের কাঠমাণ্ডুতে সাফের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী জুনে একক ভেন্যুতেই ছেলেদের সিনিয়র সাফের এ আসর। জানা গেছে, এবারের টুর্নামেন্ট আয়োজনে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। ভারতও স্বাগতিক হতে আগ্রহী।
এ মাসের শেষে জানা যাবে, দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের এ আসর বসছে কোথায়।
সাফ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করার আলোচনা বেশ কিছুদিন থেকেই। সর্বশেষ সভায় প্রস্তাব হয় ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ নয় বরং ‘হোম অর অ্যাওয়ে’ পদ্ধতিতে তা আয়োজনের। অর্থাৎ লিগ পদ্ধতিতে প্রতিটি দল ছয়টি ম্যাচের অর্ধেক খেলবে ঘরের মাঠে আর অর্ধেক অ্যাওয়েতে।
গতকাল সাফের সভায় সেটিও বাতিল হয়ে আবার একক ভেন্যুতে ফেরার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাফের মিডিয়া ম্যানেজার আয়ুশ খাড়কা।