চোটজর্জর আর্জেন্টিনার সামনে উরুগুয়ে

  • মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে নেই পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসো। চোটের কাতারে সর্বশেষ যোগ হয়েছে লাউতারো মার্তিনেসের নাম।
শেয়ার
চোটজর্জর আর্জেন্টিনার সামনে উরুগুয়ে
অনুশীলনে স্কালোনির দল

দীর্ঘ বিরতির পর আবারও মাঠের খেলায় ফিরছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভোরে উরুগুয়ের মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলের বিপক্ষে খেলার আগে বড় ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তারা। চোটের কারণে যে দলে নেই প্রাণভ্রোমরা লিওনেল মেসি।

আর্জেন্টিনা শিবিরে হানা দিয়েছে একের পর এক চোট। তাতে কপালে চিন্তার ভাঁজ কোচ লিওনেল স্কালোনির। যদিও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই আছে।

মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে নেই পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসো।

চোটের কাতারে সর্বশেষ যোগ হয়েছে লাউতারো মার্তিনেসের নাম। পেশির চোটে উরুগুয়ের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে তাই কঠিন পরীক্ষা দিতে হতে পারে। মেসি না থাকায় স্কালোনিকে পরিকল্পনায় বদল আনতে হয়েছে।
আর্জেন্টাইন কিংবদন্তির জায়গায় দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে। মেসি না থাকায় এখন কী হবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন জুভেন্টাসে খেলা এই ফরোয়ার্ড, আমি বিমানে ওঠার পর জানতে পারি যে তিনি ছিটকে গেছেন। এটা অনেক বড় ধাক্কা। সবার মতো আমার মনেও একই ভাবনা কাজ করছে। তিনি (লিওনেল মেসি) দলে নেই।
এখন কী হবে? দ্বিধায় পড়লেও ভালো করার ব্যাপারে আশাবাদী গনসালেস, তাকে ছাড়া আগেও আমাদের কিছু ম্যাচ খেলতে হয়েছে, তবে এই দুটি ম্যাচে খেলা এবং তাকে খেলতে দেখা হতো দারুণ কিছু। তাই (তার অনুপস্থিতিতে) একটু কষ্ট লাগছে।

গত সেপ্টেম্বরে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। চিলিকে ৩-০ গোলে হারালেও কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারতে হয়েছে তখন। মেসির সঙ্গে মার্তিনেস না থাকায় এবার আক্রমণে গুরুদায়িত্ব সামলাতে হবে উড়ন্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেসকে। অ্যাতলেতিকো মাদ্রিদে অবিশ্বাস্য সময় পার করছেন তিনি। তাঁর সঙ্গে দেখা যেতে পারে লেয়ান্দ্রো পারেদেস ও গনসালেসকে। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তাগলিয়াফিগো। মধ্যমাঠ সামলাতে দেখা যাবে রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেস ও ম্যাক অ্যালিস্টারকে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা উরুগুয়ের সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। সর্বশেষ ৬ ম্যাচে জিতেছে স্রেফ একটিতে। আর্জেন্টিনা ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর আশায় মারসেলো বিয়েলসার দল। টিওয়াইসি

মন্তব্য

সম্পর্কিত খবর

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান

সরাসরি, বিকেল ৪টা

চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা

 

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

উয়েফা নেশনস লিগ, জার্মানি-ইতালি

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫

স্পেন-নেদারল্যান্ডস

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩

পর্তুগাল-ডেনমার্ক

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২

ফ্রান্স-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিকেএসপিরই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বিকেএসপিরই শিরোপা
ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব বিকেএসপির মেয়েদের। ছবি : সংগৃহীত

এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।

তবে কিশোরগঞ্জ এদিন লড়াই করেছে। প্রথম ম্যাচের মতো ছন্নছাড়া হয়নি। তাতেও ৮-০ গোলের জয় নিয়ে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব করেছে বিকেএসপিই।

ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।

তাতে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। তবে চমক ছিল সেরা খেলোয়াড়ের পুরস্কারে। কিশোরগঞ্জকে ফাইনালে তোলার পথে ১১ গোল করা ফারদিয়া আক্তার রাত্রি হয়েছেন সেই সেরা খেলোয়াড়। আসরে তৃতীয় হয়েছে যশোর।
গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে হারিয়েছে তারা ৪-০ গোলে। জেলা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্টই। কিন্তু বিকেএসপির সঙ্গে হয়েছে অসম লড়াই।

মন্তব্য

জুয়ার বিজ্ঞাপনে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
জুয়ার বিজ্ঞাপনে সাকিব

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তাঁর ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারও বিতর্কিত বিষয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাঁকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেও ফেরেননি তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ