দীর্ঘ বিরতির পর আবারও মাঠের খেলায় ফিরছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ভোরে উরুগুয়ের মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলের বিপক্ষে খেলার আগে বড় ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তারা। চোটের কারণে যে দলে নেই প্রাণভ্রোমরা লিওনেল মেসি।
আর্জেন্টিনা শিবিরে হানা দিয়েছে একের পর এক চোট। তাতে কপালে চিন্তার ভাঁজ কোচ লিওনেল স্কালোনির। যদিও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই আছে।
মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে নেই পাওলো দিবালা, গনসালো মন্তিয়েল ও জিওভানি লো সেলসো।
চোটের কাতারে সর্বশেষ যোগ হয়েছে লাউতারো মার্তিনেসের নাম। পেশির চোটে উরুগুয়ের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে তাই কঠিন পরীক্ষা দিতে হতে পারে। মেসি না থাকায় স্কালোনিকে পরিকল্পনায় বদল আনতে হয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তির জায়গায় দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে। মেসি না থাকায় এখন কী হবে সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন জুভেন্টাসে খেলা এই ফরোয়ার্ড, ‘আমি বিমানে ওঠার পর জানতে পারি যে তিনি ছিটকে গেছেন। এটা অনেক বড় ধাক্কা। সবার মতো আমার মনেও একই ভাবনা কাজ করছে। তিনি (লিওনেল মেসি) দলে নেই। এখন কী হবে?’ দ্বিধায় পড়লেও ভালো করার ব্যাপারে আশাবাদী গনসালেস, ‘তাকে ছাড়া আগেও আমাদের কিছু ম্যাচ খেলতে হয়েছে, তবে এই দুটি ম্যাচে খেলা এবং তাকে খেলতে দেখা হতো দারুণ কিছু। তাই (তার অনুপস্থিতিতে) একটু কষ্ট লাগছে।’
গত সেপ্টেম্বরে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। চিলিকে ৩-০ গোলে হারালেও কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারতে হয়েছে তখন। মেসির সঙ্গে মার্তিনেস না থাকায় এবার আক্রমণে গুরুদায়িত্ব সামলাতে হবে উড়ন্ত ফর্মে থাকা হুলিয়ান আলভারেসকে। অ্যাতলেতিকো মাদ্রিদে অবিশ্বাস্য সময় পার করছেন তিনি। তাঁর সঙ্গে দেখা যেতে পারে লেয়ান্দ্রো পারেদেস ও গনসালেসকে। রক্ষণভাগে থাকছেন নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি ও নিকোলাস তাগলিয়াফিগো। মধ্যমাঠ সামলাতে দেখা যাবে রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেস ও ম্যাক অ্যালিস্টারকে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা উরুগুয়ের সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। সর্বশেষ ৬ ম্যাচে জিতেছে স্রেফ একটিতে। আর্জেন্টিনা ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর আশায় মারসেলো বিয়েলসার দল। টিওয়াইসি