ক্রীড়া প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। সহসা তাঁর মাঠে ফেরা হচ্ছে না। তামিমকে ঘিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার শিরোপাস্বপ্ন বোনা মোহামেডানের জন্য যা বড় ধাক্কাই। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তাই বিকল্প ভাবতে হচ্ছে এই মুহূর্তে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটিকে।
তামিমের জায়গায় তাওহীদ!

অধিনায়ক তামিমের জায়গা অবশ্য আপাতত তাওহীদ হৃদয়কে দিয়ে পূরণের চেষ্টা করছে দলটি। ঈদের আগে শাইনপুকুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটিতেও তামিমের জায়গায় মোহামেডানের নেতৃত্বে দেখা গেছে তাওহীদকে। মৌসুমের বাকি অংশেও তাই এই তরুণ ব্যাটারের হাতেই মোহামেডানের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। নতুন নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছে তাওহীদ হৃদয়।
সেটা যে তাওহীদের কাঁধে উঠছে, তা পরিষ্কার সাজ্জাদ আহমেদের পরের কথায়, ‘হৃদয়ের কাঁধেই নেতৃত্ব আসার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব থেকেই নেওয়া হবে।
সম্পর্কিত খবর

টিভিতে

১৪.৪.২৫ (সোমবার)
ফুটবল
লা লিগা
অ্যাতলেতিকো মাদ্রিদ-রিয়াল ভায়াদোলিদ
সরাসরি, রাত ১টা, জিও সিনেমা
১৫.৪.২৫ (মঙ্গলবার)
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ
বরুশিয়া ডর্টমুন্ড-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা, টেন ২
অ্যাস্টন ভিলা-পিএসজি
সরাসরি, রাত ১টা, টেন ১
।
টি স্পোর্টস

১৪.৪.২৫ (সোমবার)
টি স্পোর্টস টিভি ও অ্যাপ
ক্রিকেট
আইপিএল
লখনউ-চেন্নাই
সরাসরি, রাত ৮টা
পিএসএল
ইসলামাবাদ-পেশোয়ার
সরাসরি, রাত ৯টা
১৫.৪.২৫ (মঙ্গলবার)
ক্রিকেট
আইপিএল
পাঞ্জাব-কলকাতা
সরাসরি, রাত ৮টা
।
মেয়েদের অবিশ্বাস্য জয়

ক্রীড়া প্রতিবেদক : নিগার সুলতানার আউটের হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের মেয়েদের। তবে তখনো উইকেটে থাকা তাঁর সঙ্গী রিতু মনি কি ভিন্ন কিছুর ভাবনায় ছিলেন? এই মুহূর্তে সেটা না জানা গেলেও বাংলাদেশকে নতুন এক ইতিহাসের সাক্ষী করেছেন রিতু।
প্রায় হারের মুখ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। পুরো কৃতিত্বটা রিতুর।
গতকালের মতো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই পাকিস্তানের ২১১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এদিন ওপরের সারির ব্যাটারদের দ্রুত বিদায়ের পর রিতুকে সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান ও নাহিদা আক্তার।
রিতুর ইনিংসের আগে ৫১ রান করেন নিগার। এর আগে লরা ডেলানি (৬৩) ও ওরলা প্রেন্ডারগাস্টের (৪১) দুটি ইনিংসে লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য রিতুর বীরত্বের কাছে তা হার মেনেছে।

ফিফটির সেঞ্চুরি কোহলির

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০টি ফিফটি করেছেন বিরাট কোহলি। গতকাল আইপিএলে রাজস্থান রয়ালসের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ড ছুঁয়েছেন ভারতীয় এই কিংবদন্তি। এই ফরম্যাটে ১০৮ ফিফটি নিয়ে কোহলির ঠিক ওপরে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফো
।