সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসের। দলের জয়ে দুটি গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আল-হিলাল ৬২ মিনিটে এক গোল ফিরিয়ে দিলেও ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পর্তুগিজ তারকা।