ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬
[ B I G জ্ঞা ন ]

উপহার পেলে কেন ভালো লাগে?

অন্যান্য
অন্যান্য
শেয়ার
উপহার পেলে কেন ভালো লাগে?

মামা একবার জন্মদিনে একটা ফাউন্টেন পেন (ঝর্ণা কলম) উপহার দিয়েছিল। পরদিন সেটা স্কুলের সবাইকে দেখিয়েছিলাম। কেন দেখিয়েছিলাম তখন বুঝিনি। এখন বুঝি আনন্দ ভাগাভাগি করলে আনন্দ আরো বাড়ে।

কেন উপহার পেলে ভালো লাগে জানো? কারণ উপহার পেলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় আর কাজে উৎসাহ বাড়ে। এ দুয়ের মধ্যেই ভালো লাগার অনুভূতি জড়িয়ে আছে। এর সঙ্গে কিছু বিজ্ঞানও আছে। তোমরাও জানো, ভালো বা খারাপ লাগার পেছনে শরীরের কিছু হরমোন কাজ করে।
হরমোন হলো এক প্রকার জৈব রাসায়নিক তরল, যা মস্তিষ্কে শরীরের সব খবর পাঠায়। হরমোনকে কিন্তু পিয়ন বলতেই পারো। পিয়ন তো তোমাদের স্কুলের সব খবর প্রধান শিক্ষককে জানায়। তিনি সে মতো ব্যবস্থা নেন।
এখানে প্রধান শিক্ষক হলেন মস্তিষ্ক আর পিয়ন হরমোন। কি তুলনাটা ভালো হলো? আচ্ছা এবার দেখো উপহার পেলেই কিন্তু আমাদের শরীরে ডোপামিন নামের একটি হরমোন তৈরি হয়। আর সেটি মস্তিষ্ককে  বলে, ‘ভালো লাগো, খুশি হও, আনন্দ করো।’ তবে দুঃখের কথা কি জানো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডোপামিন উৎপাদনের ক্ষমতা কমতে থাকে। তাই ছোটরা উপহার পেয়ে যত খুশি হয়, বড়রা হয় তার চেয়ে কম।

 আল সানি

মন্তব্য

সম্পর্কিত খবর

জারা : গোপন নম্বর

    লেখা : ধ্রুব নীল, আঁকা : নাহিদা নিশা
শেয়ার

তোমাদের আঁকা

শেয়ার
তোমাদের আঁকা

আফীফা সারাফ, দ্বিতীয় শ্রেণি, শাহীন স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর

 

জারিন নুদার জারা, পঞ্চম শ্রেণি, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ

 

রোজিয়াতুন জান্নাত তুহি, তৃতীয় শ্রেণি, শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর

প্রাসঙ্গিক
মন্তব্য

গ্রামে শীতকাল

    নূর সিরাজী
শেয়ার
গ্রামে শীতকাল
অলংকরণ : মাসুম

এলে শীত কত গীত পাড়াগায়ে কয়,

জারি, সারি পালাগান সারারাত হয়।

লেপ-কাঁথা কম্বলে শীত যায় বয়ে,

গোসল না করে কেউ ঠাণ্ডার ভয়ে।

কৃষকের মাঠে মাঠে সবজির চাষ,

সরষের ফুলে ফুলে আসে নব সাজ।

খেজুরের রস পাড়া সকালের কাজ,

কুয়াশার বুক চিরে সূর্যের সাজ।

 

রোপা ধান কাটা-মলা কৃষকের কাম,

ছেলে-মেয়ে খেলা করে ধানখড়ে স্নান।

খেয়ে মজা শীতকালে নানা সবজি,  

দুধপুলি পিঠা খাই ডুবিয়ে কবজি।

শহরের পরিবেশ এমন কী হয়?

আমাদের পরিবেশ আনন্দময়।

মন্তব্য

খোকন খাবে

    আহমেদ জসিম
শেয়ার
খোকন খাবে
অলংকরণ : মাসুম

খোকন খোকন সাঁঝের পাখি,

সেই পাখিটা কোথায় রাখি?

রাখবো মনের কিনারে

তাইতো বাজাই বীণা রে।

বীণার সুরে মাতিয়া

যাচ্ছে খোকন হাতিয়া।

হাতিয়াতে হই-রে হই,

খোকন খাবে মোষের দই।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ