<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মার্কিন বিমান নির্মাতা কম্পানি বোয়িং আগামী কয়েক মাসের মধ্যে ১০ শতাংশ জনবল কমাবে। এতে চাকরি হারাবে ১৭ হাজার বোয়িং কর্মী। ক্রমে আর্থিক ক্ষতি এবং কর্মীদের কর্মবিরতির কারণে তাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। ২০১৯ সালের পর থেকে তাদের ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে কর্মীরা দফায় দফায় কর্মবিরতির ঘোষণা দিচ্ছেন। আলোচনার টেবিলে বসেও শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো চুক্তি করতে পারেনি বোয়িং। শুক্রবার বোয়িংয়ের নতুন প্রধান নির্বাহী কেলি অর্থবার্গ এক চিঠিতে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানান। ওই চিঠি অনুযায়ী, শীর্ষস্থানীয় পদে থাকা নির্বাহী, ব্যবস্থাপক ও কর্মীরাও চাকরি হারাবেন। জনবল কমানোর কারণে নতুন বিমান ৭৭৭এক্স আগামী বছরের বদলে ২০২৬ সালে ডেলিভারি দেওয়া হবে। এ ছাড়া বর্তমান অর্ডার ডেলিভারির পর ২০২৭ সালের পর ৭৬৭ জেটের কার্গো সংস্করণ উৎপাদন বন্ধ করবে বোয়িং। সারা বিশ্বে বোয়িংয়ের এক লাখ ৭০ হাজার কর্মী রয়েছেন। বেশির ভাগ কর্মীই ওয়াশিংটন ও সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উৎপাদন কারখানায় কাজ করেন। সূত্র : এপি</span></span></span></span></span></p> <p> </p>