<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি পিই রেশিও ৯৫.৫৭ পয়েন্টে অবস্থান করছে সিরামিক খাত। পিই রেশিও সবচেয়ে বেশি হওয়ায় এই খাতটিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে কম পিই রেশিও থাকায় বিদায়ি সপ্তাহে দেশের শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরো কমেছে। কারণ সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আরো কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮৭ শতাংশ কমেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে পিই রেশিও যত কম, বিনিয়োগ ঝুঁকিও তত কম। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ি সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তবে দেশের শেয়ারবাজারের শেয়ারদর এখন এমনিতেই তলানিতে অবস্থান করছে। যে কারণে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারই এখন বিনিয়োগের জন্য এমনিতেই ঝুঁকিমুক্ত।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিদায়ি সপ্তাহে (৬-৯ অক্টোবর) ডিএসইর পিই রেশিও ১০.২৪ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩৩ পয়েন্ট।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.১৬ পয়েন্ট, জ্বালানি খাতে ৮.০৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১০.৭২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১১.১৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১১.৭১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১২.০৪ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১২.৪১ পয়েন্ট, বীমা খাতে ১২.৪৪ পয়েন্ট, বস্ত্র খাতে ১২.৯৯ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৩.৭ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৪.২৮ পয়েন্ট, পাট খাতে ১৪.৬১ পয়েন্ট, আর্থিক খাতে ১৫ পয়েন্ট, তথ্য-প্রযুক্তি খাতে ১৮.৩৬ পয়েন্ট, বিবিধ খাতে ২৬.৯৫ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ২৮.৬ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২৯.৪৫ পয়েন্ট এবং সিরামিক খাতে ৯৫.৫৭ পয়েন্টে অবস্থান করছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আগের সপ্তাহে (২৯ সেপ্টেম্বর-৩ অক্টোবর) খাতভিত্তিক পিই রেশিও ছিল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ব্যাংক খাতে ৬.৫ পয়েন্ট, সিমেন্ট খাতে ১২.৮ পয়েন্ট, সিরামিক খাতে ৯৪.৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ১২.৬ পয়েন্ট, আর্থিক খাতে ৩৪.১ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.৬ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৩ পয়েন্ট, সাধারণ বীমা খাতে ১২.৪ পয়েন্ট, আইটি খাতে ১৬.২ পয়েন্ট, পাট খাতে ১৭.৪ পয়েন্ট, বিবিধ খাতে ২৯.৫ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৪২.৫ পয়েন্ট, কাগজ খাতে ৩০.১ পয়েন্ট, ওষুধ খাতে ১২.৪ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৩.৯ পয়েন্ট, ট্যানারি খাতে ১৯.২ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.২ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৪ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৭.৫ পয়েন্টে।</span></span></span></span></span></p>