<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আলোচ্য সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে বিদায়ি সপ্তাহে ডিএসই ও সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৪৯৫ কোটি ৬৪ লাখ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫৬.৪০ পয়েন্ট বা ৩ শতাংশ বেড়ে ১৯৩৮ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ বেড়ে ১১৪০ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৩৪.৮১ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৭৬ পয়েন্টে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ছয় লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ছয় হাজার ৭০৯ কোটি ১৬ লাখ টাকা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬১০ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ টাকা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির। শেয়ার লেনদেন হয়নি ১৬টি কম্পানির।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৬৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.২৯ শতাংশ বেড়ে ১২০২৪ পয়েন্টে।</span></span></p> <p style="text-align:left"> </p>