ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

  • গত শতাব্দীর নব্বইয়ের দশকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান সাংস্কৃতিক আগ্রাসন। এই শতাব্দীর শুরু থেকে তার তীব্রতা ক্রমেই বেড়েছে। গান, চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক—‘কোরিয়ান ওয়েভ’-এর প্রধান তিন অস্ত্র। ২০১২ সালে ‘গাংনাম স্টাইল’ দিয়ে যে উচ্চতায় পৌঁছেছে কে-পপ, তার ধারাবাহিকতা ধরে রেখেছে ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’-এর মতো ব্যান্ডগুলো। ২০২০ সালে প্রথম অ-ইংরেজি ছবি হিসেবে অস্কারে সেরা ছবির স্বীকৃতি পায় ‘প্যারাসাইট’, এর পর থেকে কোরিয়ান ছবির প্রতি সারা বিশ্বের আগ্রহ তরতর করে বেড়েই চলেছে। খুঁজে খুঁজে দেখছে নতুন-পুরনো সব ছবি। আইএমডিবি রেটিংয়ে সর্বকালের সেরা ১০ কোরিয়ান চলচ্চিত্রের কথা পাঠকদের জানাচ্ছেন শবনম ফারিয়া
শেয়ার
সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

আ ট্যাক্সি ড্রাইভার [২০১৭] রেটিং ৭.৯/১০

সিউলের এক ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে গল্প। অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু অভ্যুত্থানে। জার্মান সাংবাদিক জার্গেন হাইনজপিটারের সঙ্গে এক ট্যাক্সিচালকের কথোপকথনের সূত্র ধরে ছবিটি নির্মাণ করেন জ্যাং হুন। ছবিটি সমালোচকরা দারুণ পছন্দ করেন।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

সাইলেন্সড [২০১১] রেটিং ৮/১০

তািলকার ১০ নম্বরে আছে গং জি-ইয়ং-এর উপন্যাস ‘দ্য ক্রুসিবল’ অবলম্বনে নির্মিত ছবিটি। গোয়ানজুর এক বধির স্কুলের শিক্ষার্থীর ওপর পাঁচ বছর ধরে উপর্যুপরি যৌন নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে গল্প। নির্মাতা হোয়াং ডং হ্যাংক ছবিতে আরো তুলে ধরেছেন শিশু নির্যাতন, দুর্নীতিসহ দক্ষিণ কোরিয়ার অন্ধকার সব দিক ।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

আ মোমেন্ট টু রিমেম্বার [২০০৪] রেটিং ৮.১/১০

জাপানি টিভি নাটক ‘পিওর সৌল’ [২০০১] অবলম্বনে ছবিটি নির্মাণ করেন জন এইচ লি।

দুজন নারী-পুরুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তাদের সেই ভালোবাসায় খানিকটা ফাটল ধরে যখন স্ত্রীর আলঝেইমার্স [স্নায়বিক ক্ষয়] ধরা পড়ে। স্বামীকে তখন একটি পরীক্ষার মধ্যে পড়তে হয়। ছবিটি দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপানের বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে।
২০১২ সালে ছবিটির তুর্কি রিমেক হয়, নাম ‘এভিম সেনসিন’।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

মেমোরিজ অব মার্ডারস  [২০০৩] রেটিং ৮.১/১০

কবি কিম কোয়াং-রিমের নাটক ‘কাম টু সি মি’ অবলম্বনে ছবিটির নির্মাতা বং জুন-হো। ১৯৮৬ সালে কোরিয়ার ছোট্ট এক শহরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা দিয়ে শুরু গল্প। স্থানীয় গোয়েন্দা পার্ক ডু-মান আগে কখনো এ ধরনের কেস সামলায়নি। পার্ক দাবি করে, সন্দেহভাজনদের চোখের ভাষা পড়ে সে আসামি শনাক্ত করতে পারবে।

পূর্ব এশিয়ার অন্যতম সেরা ক্রাইম থ্রিলার ছবিটি। যারা কোরিয়ান ছবির সঙ্গে পরিচিত হতে চান তাঁরা বং জুন-হোর ‘মেমোরিজ অব মার্ডারস’ দিয়ে শুরু করতে পারেন।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

দ্য হ্যান্ডমেইডেন [২০১৬] রেটিং ৮.১/১০

সারাহ আন ওয়াটারসের উপন্যাস ‘ফিংগারস্মিথ’ [২০০২] অবলম্বনে পার্ক চ্যান-উকের ছবিটি। ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী ছবিটির গল্প ১৯৩০ সালের প্রেক্ষাপটে। জাপান দখলকৃত কোরীয় এলাকার চার মানুষের গল্প। ধনী নারী হিডিকো নিজের সম্পত্তি রক্ষার জন্য লোক নিয়োগ দেয়। সে লোক অন্য দুজনের সহায়তায় হিডিকোর সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা চালায়! দক্ষিণ কোরিয়ার ইতিহাস দারুণভাবে উঠে আসে ইরোটিক ও মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির বদৌলতে। চিত্রগ্রহণের জন্য সমালোচকদের কাছে আলাদা কদর রয়েছে ছবিটির।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

হোপ [২০১৩] রেটিং ৮.২/১০

২০০৮ সালে দক্ষিণ কোরিয়ান আনসান অঞ্চলে আট বছর বয়সী শিশু মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে ধর্ষণ ও মারধর করে ৫৭ বছর বয়সী পুরুষ। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত মাত্র ১২ বছর কারাগারে রাখার সাজা দেয় লোকটিকে। এই রায়ে ফেটে পড়ে পুরো দেশ। সেই সত্য ঘটনা অবলম্বনে লি জুন-ইকের ছবিটি যেকোনো দর্শককে নিস্তব্ধ করে দেবে! ধর্ষিত হওয়ার পর কোনো শিশু ও তার পরিবারের মানসিক অবস্থা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

ডোন্ট সে স্যরি [২০১৮] রেটিং ৮.২/১০

স্কুলে রটে যায়, চই ইয়ো সমপ্রেমী। বান্ধবী হা-জিয়োঙ্গের সঙ্গ ভালো লাগে চইয়ের। যা রটেছে তার কতটা সত্য? তার উত্তর নেই চই ও জিয়োঙ্গ কারো কাছেই। লিদা ইয়োনের ছবিটিতে দারুণভাবে মেয়েদের সমপ্রেম ও তাদের যৌনতার বিষয় ফুটে উঠেছে।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

ওল্ডবয় [২০০৩] রেটিং ৮.৪/১০

পার্ক চ্যান-উকের আরেকটি মাস্টারপিস। জাপানি গ্রাফিক নভেল থেকে আইডিয়া নিয়ে অ্যাকশন থ্রিলারটি নির্মাণ করেন পার্ক। ১৫ বছর একটি বদ্ধ ঘরে আটক থাকার পর মুক্তি পেয়ে ওহ দাই-সু খুঁজতে শুরু করে তার অপহরণকারীকে। হাতে সময় মাত্র পাঁচ দিন। কানে গ্র্যাঁ প্রি জেতা ছবিটি বলিউডে রিমেক হয় ‘জিন্দা’ [২০০৬] নামে, হলিউডে ‘ওল্ডবয়’ [২০১৩]। ব্রিটিশ এম্পায়ার ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০০ ছবির তালিকায় এটি ৬৪তম। গার্ডিয়ানের দৃষ্টিতে তৃতীয় সেরা কোরিয়ান ছবিও এটি।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

প্যারাসাইট [২০১৯] রেটিং ৮.৫/১০

বং জুন-হোর এই ব্ল্যাক কমেডি থ্রিলার অস্কারের ইতিহাসের প্রথম অ-ইংরেজি সেরা ছবি। কানে প্রথম কোরীয় ছবি হিসেবে পায় স্বর্ণপাম। গোল্ডেন গ্লোব, বাফটাসহ হেন কোনো পুরস্কার নেই, যেটা পায়নি ছবিটি। ছবির গল্প দরিদ্র কিম পরিবারের অর্থনৈতিক সমস্যা নিয়ে। কিম যে বাড়িতে ড্রাইভারের কাজ করে সেই বাড়ির মেয়েকে পড়ায় কিমের ছেলে। ধীরে ধীরে কিমের পরিবারের সবাই সে বাড়িতে কাজ নেয়। তারা সবাই একটা প্যারাসাইট [পরজীবী] জীবনযাপন শুরু করে। বড়লোকের সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অপেক্ষা করে আছে বিশাল এক চমক, ছবির শেষ দৃশ্যপট চমকে দেবে দর্শককে।

 

সর্বকালের সেরা ১০ কোরিয়ান ছবি

বুলগাসারি [১৯৬২] রেটিং ৯.৫/১০

কোরিয়ান রূপকথার দৈত্য বুলগাসারি।  জাপানি ছবি ‘গডজিলা’র [১৯৫৪] অনুপ্রেরণায় কিম মায়োং-জে কোরিয়ায় তৈরি করেন ‘বুলগাসারি’। এটি কোরিয়ার প্রথম ছবি, যেটিতে ব্যবহৃত হয়েছে স্পেশাল ইফেক্ট। উত্তর কোরিয়ায় অপহৃত হওয়ার আগে ১৯৮৫ সালে ছবিটির রিমেক করেন শিন স্যাং-ওক।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শুভ জন্মদিন

শেয়ার
শুভ জন্মদিন
বিপাশা হায়াত

সপ্তাহে যাঁদের জন্মদিন

[২০২৬ মার্চ]

 

জয়শ্রী কর জয়া [২০ মার্চ]

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড [২১ মার্চ]

প্রদীপ সাহা [২২ মার্চ]

 বিপাশা হায়াত [২৩ মার্চ]

আসিফ আকবর, ফারুক আহমেদ, আনুশেহ আনাদিল [২৫ মার্চ]

 ফেরদৌস ওয়াহিদ, মিলা ইসলাম, মৌটুশী বিশ্বাস, ফারাহ রুমা, তানহা তাসনিয়া [২৬ মার্চ]

 

মন্তব্য

যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি

    পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে পাঁচটি ছবি—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’ ও ‘চক্কর ৩০২’। এই পাঁচ ছবিতে কী আছে? কোনটি রেখে কোনটি এবং কেন দেখবে দর্শক? ছবির পরিচালকরা বলেছেন তিনটি কারণ, শুনেছেন হৃদয় সাহা
শেয়ার
যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি
‘বরবাদ’-এ শাকিব খান ও ইধিকা পাল। ‘প্রিয়তমা’ জুটি আবারও আসছেন এই ঈদে। ছবি : সংগৃহীত

বরবাদ [মেহেদী হাসান হৃদয়]

অভিনয়েশাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার।

 

১.  প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। ঈদে শাকিব খানের ছবি মানেই পয়সা উসুল। আছেন ইধিকা পাল, তিনি এখন বেশ জনপ্রিয়।

যিশু সেনগুপ্তকে প্রথমবার বাংলাদেশি ছবিতে দেখা যাবে। এর আগে যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি করেছিলেন। তিনি ভারতের বিভিন্ন ভাষায় ছবি করে খ্যাতি পেয়েছেন। এই ছবির সুবাদে বাংলাদেশে আরো জনপ্রিয় হবেন।

 

২.  অনেকে বলেন, মেগাস্টার বা সুপারস্টার থাকলে পরিচালককে নির্মাণে অনেক ছাড় দিতে হয়। আমি তা করিনি। গল্প, নির্মাণ থেকে কারিগরি দিকসবখানেই সর্বোচ্চ মানদণ্ড রাখার চেষ্টা করেছি। এটা দর্শককে আকৃষ্ট করবেই।

 

৩.  ছবির গান গুরুত্বপূর্ণ। ভিন্ন স্বাদের গান আছে ছবিতে। আমরা প্রীতম হাসানের গান যেমন রেখেছি, তেমনি আসিফ আকবর ভাইকেও।

 

 দাগি [শিহাব শাহীন]

অভিনয়েআফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

১.  প্রথম কারণ, এটা আফরান নিশো-শিহাব শাহীন জুটির ছবি।

টেলিভিশন, ওটিটিতে আমরা আগে যতবার এসেছি ততবারই  আমাদের সুখময় অভিজ্ঞতা হয়েছে। বড় পর্দায় এবারই প্রথমবার আমরা আসছি। এই ছবির পেছনে আমি, নিশোসহ পুরো টিম বেশ প্রস্তুতি নিয়ে কাজ এগিয়েছি। নিশোও অনেকদিন পর্দার বাইরে ছিল। আশা করি দর্শক নিরাশ হবে না।

 

২.  পুরো পরিবার নিয়ে দেখার মতো ছবি। দেখতে অস্বস্তিবোধ হবে না কারোই। সুন্দর গান, দুর্দান্ত গল্প, চৌকষ নির্মাণের অভিজ্ঞতা নিতে চাইলে দাগি দেখতে হবে।

 

৩.  সময়ের আধুনিক ছবি। আধুনিক দর্শকের কাছে এটি স্মার্ট ছবি মনে হবে।

 

 জংলি [এম রাহিম]

অভিনয়েসিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম।

 

১.  ঈদের ছবি মানে পরিবারের সবাই মিলে আনন্দ করতে করতে সিনেমা হলে যাওয়া। এটা মাথায় রেখেই জংলির নির্মাণ। পরিবারের শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছবিটি দেখতে পারবেন।

 

২.  সিনেমা গল্প খুবই স্ট্রং। এ ছবিতে যেমন আবেগের দৃশ্য আছে, তেমনি আছে হাস্যরস ও মারপিঠ। সময় যত এগোবে দর্শক গল্পে আরো বেশি একাত্ম হবেন।

 

৩.  সিয়াম আহমেদ। তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার এই ছবি। নতুন এক সিয়ামকে দেখতে পাবেন দর্শক। বুবলীও ভীষণ ভালো করেছে। আর ছোট্ট মেয়েটা কেমন করেছে, সেটা দর্শক হল থেকে বেরিয়েই বলবে।

 

 জ্বীন ৩ [কামরুজ্জামান রোমান]

অভিনয়আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ প্রমুখ।

 

১.  জ্বীন ফ্র্যাঞ্জাইজির ছবি। আগের দুই কিস্তির মতো এটিও পছন্দ করবে সবাই। হরর ছবির দর্শক আমাদের দেশে নেহাত কম নয়।

 

২.  হরর ছবিতে বাজেট বড় একটা বিষয়। জাজ মাল্টিমিডিয়া এক্ষেত্রে উদারতা দেখিয়েছে। আমিও চেষ্টা করেছি বাজেটের সর্বোচ্চ ব্যবহার করতে। কন্যা গানটি দেখলেও এর প্রমাণ পাবেন।

 

৩.  সজল ও ফারিয়াকে নতুন অবতারে পাবে দর্শক। গল্পে তাদের আসল পরিচিয় জানতে দর্শককে শেষ পর্যন্ত দেখতে হবে।

 চক্কর ৩০২ [শরাফ আহমেদ জীবন]

অভিনয়মোশাররফ করিম, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু, তারিন।

 

১.  এটি সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। দর্শক হলে যায় বিনোদন দিতে, সেই বিশ্বাস থেকেই ছবিটি বানিয়েছি। 

 

২.  মোশাররফ করিম ভাইয়ের অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নাই। ছোট পর্দায় তাঁকে ছাড়া ঈদ যেন পানসে, প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় আসছেন তিনি। আমাদের পরিচালক-শিল্পী জুটির কিছু কাজ জনপ্রিয় হয়েছে টিভিতে, দর্শকের আস্থা আছে আমাদের ওপর।

 

৩.  এটি একটি সরকারি অনুদানের ছবি। গল্প, পাণ্ডুলিপি ভালো মানের হলেই জুরি বোর্ড অনুদানের জন্য প্রস্তাবনা করেন। চক্কর ৩০২তে একটা ভালো গল্প আছে। গানগুলো ভালো লাগবে সবার।

 

যে ৩ কারণে দেখবেন ঈদের ৫ ছবি

জংলিতে প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ

 

মন্তব্য

স্টার অব দ্য উইক : বিপ্লব

    খালিদ আতাউল করিম
শেয়ার
স্টার অব দ্য উইক : বিপ্লব

প্রমিথিউস ব্যান্ডের জনপ্রিয় এই গায়ক অনেক দিন ধরেই আছেন নিউইয়র্কে। সেখান থেকেই প্রকাশ করেন একের পর এক গান। আসছে ঈদেও প্রকাশ করবেন নতুন গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক-গীতিকার-সুরকার জানিয়েছেন, তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায়। বিপ্লব অবশ্য এসবে পাত্তা না দিয়ে বলেছেন, চুরি তো করি না।

 

মন্তব্য

ওটিটিতে ঈদ

শেয়ার
ওটিটিতে ঈদ
আশফাক নিপুণের ‘জিম্মি’তে জয়া আহসান। ছবি : হইচই

জিম্মি [সিরিজ]

পরিচালনাআশফাক নিপুণ

অভিনয়েজয়া আহসান, ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।

প্ল্যাটফরম ও মুক্তিহইচই, ২৮ মার্চ।

 

১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপড়েনের সংসার।

হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপড়েন। লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়ে সে।

 

মাইশেলফ অ্যালেন স্বপনসিজন ২ [সিরিজ]

পরিচালনাশিহাব শাহীন

অভিনয়েনাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন প্রমুখ।

মুক্তিতারিখ চূড়ান্ত হয়নি।

 

মাইশেলফ শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন’—সংলাপ দিয়ে শেষ হয়েছিল প্রথম সিজন। শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনই বা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে।

সেসব প্রশ্নের উত্তর মিলবে এই সিজনে।

 

হাউ সুইট [ওয়েব ছবি]

পরিচালনাকাজল আরেফিন অমি

অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলু, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সুষমা সরকার প্রমুখ।

প্ল্যাটফরম ও মুক্তিবঙ্গ, চূড়ান্ত হয়নি।

 

শখের ফটোগ্রাফার আদনান। বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় তার ক্যামেরা পড়ে যায় নদীতে।

ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে আদনান। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে আদনানে। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও।

 

ওটিটিতে ঈদ

হাউ সুইট-এ অপূর্ব ও ফারিণ

মন্তব্য

সর্বশেষ সংবাদ