ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

সর্বকালের সেরা ১০ কোরিয়ান সিনেমা

  • গত শতাব্দীর নব্বইয়ের দশকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান সাংস্কৃতিক আগ্রাসন। এই শতাব্দীর শুরু থেকে তার তীব্রতা ক্রমেই বেড়েছে। গান, চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক—‘কোরিয়ান ওয়েভ’-এর প্রধান তিন অস্ত্র। ২০১২ সালে ‘গাংনাম স্টাইল’ দিয়ে যে উচ্চতায় পৌঁছেছে কে-পপ, তার ধারাবাহিকতা ধরে রেখেছে ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিংক’-এর মতো ব্যান্ডগুলো। ২০২০ সালে প্রথম অ-ইংরেজি ছবি হিসেবে অস্কারে সেরা ছবির স্বীকৃতি পায় ‘প্যারাসাইট’, এর পর থেকে কোরিয়ান ছবির প্রতি সারা বিশ্বের আগ্রহ তরতর করে বেড়েই চলেছে। খুঁজে খুঁজে দেখছে নতুন-পুরনো সব ছবি। আইএমডিবি রেটিংয়ে সর্বকালের সেরা ১০ কোরিয়ান চলচ্চিত্রের কথা পাঠকদের জানাচ্ছেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সর্বকালের সেরা ১০ কোরিয়ান সিনেমা
আ ট্যাক্সি ড্রাইভার সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

আ ট্যাক্সি ড্রাইভার [২০১৭] রেটিং ৭.৯/১০

সিউলের এক ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে গল্প। অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু অভ্যুত্থানে। জার্মান সাংবাদিক জার্গেন হাইনজপিটারের সঙ্গে এক ট্যাক্সিচালকের কথোপকথনের সূত্র ধরে ছবিটি নির্মাণ করেন জ্যাং হুন। ছবিটি সমালোচকরা দারুণ পছন্দ করেন।

ghnjif
সাইলেন্সড

সাইলেন্সড [২০১১] রেটিং ৮/১০

তািলকার ১০ নম্বরে আছে গং জি-ইয়ং-এর উপন্যাস ‘দ্য ক্রুসিবল’ অবলম্বনে নির্মিত ছবিটি। গোয়ানজুর এক বধির স্কুলের শিক্ষার্থীর ওপর পাঁচ বছর ধরে উপর্যুপরি যৌন নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে গল্প। নির্মাতা হোয়াং ডং হ্যাংক ছবিতে আরো তুলে ধরেছেন শিশু নির্যাতন, দুর্নীতিসহ দক্ষিণ কোরিয়ার অন্ধকার সব দিক ।

bhduat

আ মোমেন্ট টু রিমেম্বার [২০০৪] রেটিং ৮.১/১০

জাপানি টিভি নাটক ‘পিওর সৌল’ [২০০১] অবলম্বনে ছবিটি নির্মাণ করেন জন এইচ লি।

দুজন নারী-পুরুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তাদের সেই ভালোবাসায় খানিকটা ফাটল ধরে যখন স্ত্রীর আলঝেইমার্স [স্নায়বিক ক্ষয়] ধরা পড়ে। স্বামীকে তখন একটি পরীক্ষার মধ্যে পড়তে হয়। ছবিটি দক্ষিণ কোরিয়ার পাশাপাশি জাপানের বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে।
২০১২ সালে ছবিটির তুর্কি রিমেক হয়, নাম ‘এভিম সেনসিন’।

nigat

মেমোরিজ অব মার্ডারস  [২০০৩] রেটিং ৮.১/১০

কবি কিম কোয়াং-রিমের নাটক ‘কাম টু সি মি’ অবলম্বনে ছবিটির নির্মাতা বং জুন-হো। ১৯৮৬ সালে কোরিয়ার ছোট্ট এক শহরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা দিয়ে শুরু গল্প। স্থানীয় গোয়েন্দা পার্ক ডু-মান আগে কখনো এ ধরনের কেস সামলায়নি। পার্ক দাবি করে, সন্দেহভাজনদের চোখের ভাষা পড়ে সে আসামি শনাক্ত করতে পারবে।

পূর্ব এশিয়ার অন্যতম সেরা ক্রাইম থ্রিলার ছবিটি। যারা কোরিয়ান ছবির সঙ্গে পরিচিত হতে চান তাঁরা বং জুন-হোর ‘মেমোরিজ অব মার্ডারস’ দিয়ে শুরু করতে পারেন।

cbhdu

দ্য হ্যান্ডমেইডেন [২০১৬] রেটিং ৮.১/১০

সারাহ আন ওয়াটারসের উপন্যাস ‘ফিংগারস্মিথ’ [২০০২] অবলম্বনে পার্ক চ্যান-উকের ছবিটি। ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী ছবিটির গল্প ১৯৩০ সালের প্রেক্ষাপটে। জাপান দখলকৃত কোরীয় এলাকার চার মানুষের গল্প। ধনী নারী হিডিকো নিজের সম্পত্তি রক্ষার জন্য লোক নিয়োগ দেয়। সে লোক অন্য দুজনের সহায়তায় হিডিকোর সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা চালায়! দক্ষিণ কোরিয়ার ইতিহাস দারুণভাবে উঠে আসে ইরোটিক ও মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির বদৌলতে। চিত্রগ্রহণের জন্য সমালোচকদের কাছে আলাদা কদর রয়েছে ছবিটির।

hujffuyfh

হোপ [২০১৩] রেটিং ৮.২/১০

২০০৮ সালে দক্ষিণ কোরিয়ান আনসান অঞ্চলে আট বছর বয়সী শিশু মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে ধর্ষণ ও মারধর করে ৫৭ বছর বয়সী পুরুষ। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। নৃশংস এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত মাত্র ১২ বছর কারাগারে রাখার সাজা দেয় লোকটিকে। এই রায়ে ফেটে পড়ে পুরো দেশ। সেই সত্য ঘটনা অবলম্বনে লি জুন-ইকের ছবিটি যেকোনো দর্শককে নিস্তব্ধ করে দেবে! ধর্ষিত হওয়ার পর কোনো শিশু ও তার পরিবারের মানসিক অবস্থা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা।

njcghb

ডোন্ট সে স্যরি [২০১৮] রেটিং ৮.২/১০

স্কুলে রটে যায়, চই ইয়ো সমপ্রেমী। বান্ধবী হা-জিয়োঙ্গের সঙ্গ ভালো লাগে চইয়ের। যা রটেছে তার কতটা সত্য? তার উত্তর নেই চই ও জিয়োঙ্গ কারো কাছেই। লিদা ইয়োনের ছবিটিতে দারুণভাবে মেয়েদের সমপ্রেম ও তাদের যৌনতার বিষয় ফুটে উঠেছে।

mkiiunj

ওল্ডবয় [২০০৩] রেটিং ৮.৪/১০

পার্ক চ্যান-উকের আরেকটি মাস্টারপিস। জাপানি গ্রাফিক নভেল থেকে আইডিয়া নিয়ে অ্যাকশন থ্রিলারটি নির্মাণ করেন পার্ক। ১৫ বছর একটি বদ্ধ ঘরে আটক থাকার পর মুক্তি পেয়ে ওহ দাই-সু খুঁজতে শুরু করে তার অপহরণকারীকে। হাতে সময় মাত্র পাঁচ দিন। কানে গ্র্যাঁ প্রি জেতা ছবিটি বলিউডে রিমেক হয় ‘জিন্দা’ [২০০৬] নামে, হলিউডে ‘ওল্ডবয়’ [২০১৩]। ব্রিটিশ এম্পায়ার ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০০ ছবির তালিকায় এটি ৬৪তম। গার্ডিয়ানের দৃষ্টিতে তৃতীয় সেরা কোরিয়ান ছবিও এটি।

njuygt

প্যারাসাইট [২০১৯] রেটিং ৮.৫/১০

বং জুন-হোর এই ব্ল্যাক কমেডি থ্রিলার অস্কারের ইতিহাসের প্রথম অ-ইংরেজি সেরা ছবি। কানে প্রথম কোরীয় ছবি হিসেবে পায় স্বর্ণপাম। গোল্ডেন গ্লোব, বাফটাসহ হেন কোনো পুরস্কার নেই, যেটা পায়নি ছবিটি। ছবির গল্প দরিদ্র কিম পরিবারের অর্থনৈতিক সমস্যা নিয়ে। কিম যে বাড়িতে ড্রাইভারের কাজ করে সেই বাড়ির মেয়েকে পড়ায় কিমের ছেলে। ধীরে ধীরে কিমের পরিবারের সবাই সে বাড়িতে কাজ নেয়। তারা সবাই একটা প্যারাসাইট [পরজীবী] জীবনযাপন শুরু করে। বড়লোকের সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অপেক্ষা করে আছে বিশাল এক চমক, ছবির শেষ দৃশ্যপট চমকে দেবে দর্শককে।

bhytf

বুলগাসারি [১৯৬২] রেটিং ৯.৫/১০

কোরিয়ান রূপকথার দৈত্য বুলগাসারি।  জাপানি ছবি ‘গডজিলা’র [১৯৫৪] অনুপ্রেরণায় কিম মায়োং-জে কোরিয়ায় তৈরি করেন ‘বুলগাসারি’। এটি কোরিয়ার প্রথম ছবি, যেটিতে ব্যবহৃত হয়েছে স্পেশাল ইফেক্ট। উত্তর কোরিয়ায় অপহৃত হওয়ার আগে ১৯৮৫ সালে ছবিটির রিমেক করেন শিন স্যাং-ওক।

মন্তব্য

সম্পর্কিত খবর

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক
সালমান খান

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার সিকান্দার ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমানভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি সিকান্দার।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি।

৩০ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে।  সিকান্দার ভাঙতে পারল না কোনো রেকর্ড।

এমনকি ভিকি কৌশলের ছাবার প্রথম দিনের আয়ের থেকেও বেশ পিছিয়ে রয়েছে এটি। ‘ছাভা’ প্রথম দিন বক্স অফিসে ৩১ কোটি টাকা আয় করেছিল। সেখানে সিকান্দার মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

বক্স অফিসের রেকর্ডের কথা বলতে গেলে, সালমান খান নিজেই নিজের সিনেমার রেকর্ডের ধারেকাছেও যেতে পারলেন না।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’-এর প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা।

তবে ঈদের ছুটিতে সিকান্দারের আয় আরো বাড়তে পারে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। দ্বিতীয় দিনের রিপোর্ট অনুসারে, এখন পর্যন্ত ২৯ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যার ফলে দুই দিনে ৫৫ কোটি টাকা আয় করেছে সিকান্দার।

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

মন্তব্য

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম
জোভান ও তটিনী

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন রয়েছে বেশ কিছু নাটক-টেলিফিল্ম। চলুন দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী নাটক ও টেলিফিল্ম দেখতে পারবেন দর্শকরা। 

চ্যানেল আই
► বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম : প্রিয় প্রজাপতি।

পরিচালনা : জাকারিয়া সৌখিন। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : লাস্ট উইশ : অভিনয়ে : জোভান আহমেদ, আয়েশা খান।
► রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ডাকু।
অভিনয়ে : নিলয় আলমগীর, হিমি, শামীমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার প্রমুখ।

এটিএন বাংলা
► সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : ঘরে সংসার বাহিরে প্রেম। পরিচালনা : আদিবাসী মিজান। অভিনয়ে : নিলয়, হিমি।
► রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : প্রিয় প্রিয়সীনি।

পরিচালনা : মাহমুদ মাহিন। অভিনয়ে : জোভান, তটিনী।
► রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক : মন দিতে চাই। পরিচালনা : মোহাম্মদ মিফতা আনন। অভিনয়ে : তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

এনটিভি
► সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : রূপবানের প্রেম। গল্প : কাব্য হাসান। চিত্রনাট্য : তানিন রহমান। পরিচালনা : হাসান রেজাউল। অভিনয়ে : তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।
► রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক : থাপ্পড়বাজ। রচনা ও পরিচালনা : হারুন রুশো। অভিনয়ে : মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমুখ।
► ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক : নজর। রচনা : আকাইদ রনি। পরিচালনা : রুবেল আনুশ। অভিনয়ে : মুশফিক আর ফারহান, সাফা কবির, শিল্পী সরকার অপু, আনোয়ার প্রমুখ।
► রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক : তবুও পাশাপাশি। রচনা : রিফাত আদনান পাপন। পরিচালনা : সাইফুল হাফিজ খান। অভিনয়ে : ইয়াশ রোহান, সামিরা খান মাহি, মিলি বাশার, সমু চৌধুরী, ডিকন নূর প্রমুখ।

আরটিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : মিস্টার অভাগা। রচনা : জুয়েল এলিন। পরিচালনা : রাকেশ বসু। অভিনয়ে : মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।
► রাত সাড়ে ১১টায় প্রচার হবে একক নাটক : ও পাষাণী। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

দীপ্ত টিভি
► সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক : এক ধ্রুবতারা। পরিচালনা : সৈয়দ শাকিল। অভিনয়ে : জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : ইমার্জেন্সি। পরিচালনা : মিশুক মিঠু। অভিনয়ে : খায়রুল বাসার, কেয়া পায়েল।
► রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক : গুড ডক্টর।
► রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : কথা হবে হিসাব করে।
► রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক : সাফিয়া। পরিচালনা : জামাল মল্লিক। অভিনয়ে : সাফা কবির, সোহেল মণ্ডল প্রমুখ।

বৈশাখী টিভি
► বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ব্ল্যাক মানি। পরিচালনা : হাসান জাহাঙ্গীর। অভিনয়ে : ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান।
► বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : মানি লোকের মান। পরিচালনা : ফরিদুল হাসান। অভিনয়ে : জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ।
► সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : শাশুড়ির বিয়ে। পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে : মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু।
► রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক : লন্ডনি জামাই। পরিচালনা : আল হাজেন। অভিনয়ে : রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক : ট্রাক ড্রাইভার। পরিচালনা : রুহুল আমিন শিশির। অভিনয়ে : শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

নাগরিক টিভি
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : শেষের বিন্দু। পরিচালনা : সেলিম রেজা। অভিনয়ে : ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ।

বাংলাভিশন
► রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক : জামাই বউ চোর। রচনা ও পরিচালনা : তাইফুর জাহান আশিক। অভিনয়ে : মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।
► রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক : ঝুমকা। পরিচালনা : শহীদ-উন-নবী। অভিনয়ে : নিলয় আলমগীর, হিমি প্রমুখ।

মাছরাঙা টিভি
► বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক : কিসমত। রচনা ও পরিচালনা : মিফতাহ আনান। অভিনয়ে : ইয়াশ রোহান, তানজিন তিশা প্রমুখ।
► রাত ৮টায় প্রচার হবে একক নাটক : বজরা। রচনা ও পরিচালনা : সুমন ধর। অভিনয়ে : তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ।
► রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক : হাউকাউ। পরিচালনা : এ কে পরাগ। অভিনয়ে : মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

মন্তব্য
তারকাদের ঈদ

যতক্ষণ টাকা থাকে ততক্ষণই ঈদ সালামি দিই : তমা মির্জা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
যতক্ষণ টাকা থাকে ততক্ষণই ঈদ সালামি দিই : তমা মির্জা
সংগৃহীত ছবি

‘সুড়ঙ্গ’ মুক্তির দুই বছর পর ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন তমা মির্জা। যার দরুণ এবারের ঈদ উৎসব তার সিনেমা ঘিরেই কাটবে, এটা বলাই বাহুল্য। ঈদের পরিকল্পনা জানাতে গিয়ে এই চিত্রনায়িকা কালের কণ্ঠকে বলেন, “ঈদের দিন বিকেল পর্যন্ত পরিবারের সঙ্গেই থাকব। তাদের সঙ্গে সময় কাটাব।

তারপর ‘দাগি’ টিমের যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে তাদের সঙ্গে সিনেমা দেখতে যাব। এরপর আবার নিজে লুকিয়ে লুকিয়ে হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটা দেখব। তখন দর্শকদের ‘র’ রি-অ্যাকশনটা দেখতে পারি। এ রকমটা আগেও করেছি।
‘সুড়ঙ্গ’ মুক্তির সময়ে আম্মু আর আমি টিকিট কেটে গিয়ে সিনেমা দেখে এসেছিলাম। এবারও তাই করব।’

আরো পড়ুন
এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান

এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান

 

ঈদের দিন মায়ের হাতের গরুর মাংস রান্না এবং লাচ্ছি সেমাই খেতে ভীষণ পছন্দ করেন তমা মির্জা। বাসায় সবার জন্য পোলাও রান্না হলেও এদিন শুধু তার জন্য আলাদা করে সাদা ভাত রান্না করতে হয় বলে জানান এ নায়িকা।

তিনি বলেন, ‘ঈদের দিন অন্যান্য সবার মতো আমাদের বাসায়ও গরুর মাংস, রোস্ট, পোলাও রান্না করা হয়। তবে ঈদের দিন সাদা ভাত আর আম্মুর হাতের গরুর মাংস আমার ভীষণ পছন্দ। এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। সবার জন্য পোলাও রান্না করলেও আমার জন্য আম্মু সাদা ভাত রান্না করেন। এরপর সেমাই তো অবশ্যই।
লাচ্ছি সেমাই আমার খুব প্রিয়, সেটাও আম্মুর হাতের।’

ফ্যাশন সচেতনতায়ও অনন্য তমা। আবহাওয়া বুঝে পোশাক নির্ধারণ করেন। ঈদের পোশাক প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘এখন যেহেতু একটু গরম, দিনের বেলা অল্প ডিজাইনের মধ্যে হালকা গড়নের কামিজ পরা হবে। এরপর রাতে যেহেতু ফ্রেন্ডজদের বাসায় যাওয়া হবে তখন আবার একটু অন্য রকম ডিজাইনের কামিজ পরা হবে।’

আরো পড়ুন
যে সিনেমার টিকিট পাব সেটাই দেখতে যাব : আইশা

যে সিনেমার টিকিট পাব সেটাই দেখতে যাব : আইশা

 

ঈদ আনন্দে সালামি, প্রসঙ্গ টেনে নায়িকা জানালেন ঈদে এখন সালামি পাওয়ার চেয়ে দেওয়াই হয় বেশি। বললেন, ‘এখন আর সেভাবে সালামি পাই না। শুধু আব্বু-আম্মুর কাছ থেকেই পাই। তবে দেওয়া হয় বেশি, ছোটদের দিই সব সময়ই। যতক্ষণ আমার কাছে টাকা থাকে ততক্ষণই সালামি দিই। আব্বু-আম্মুর কাছ থেকে প্রাপ্ত সালামির চেয়ে আমার জন্য তাদের দোয়াটাই আমার কাছে মূল্যবান।’

ছোট আর বড় বেলায় ঈদের আনন্দটাও অনেকটা বদলে যায়। শৈশবের আনন্দটাই ছিল অন্য রকম। ঈদের আগে লাগেজ গুছিয়ে দাদু বাড়ি চলে যেতেন। সেখান থেকে চাচার বাড়ি, নানার বাড়ি- এভাবেই ঘুরে বেড়িয়ে উদযাপন করা হতো ঈদ। সে সময় পাওয়া ঈদ সালামিগুলো টিফিনের টাকার মতো করে জমিয়ে রাখতেন বলে জানান। এর পর বললেন, ‘ছোটবেলায় ঈদ কাটত দাদু, চাচা-নানি-খালাদের সাথে আর এখন ঈদ কাটে দর্শকের সাথে। যেহেতু এখন ঈদে আমার সিনেমা রিলিজ হয়।’

মন্তব্য
তারকাদের ঈদ

এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এক লাখ টাকা সালামি পেয়েছি : জায়েদ খান
সংগৃহীত ছবি

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানেই উদযাপন করেছেন এবারের ঈদ। এর আগেও একবার দেশটিতে ঈদ করেছিলেন। তবে এবার মিস করছেন সব আপন মানুষদের।

ঈদের নামাজ শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যারা পরিচিতজন যারা আছেন তাদের সঙ্গে দেখা করা পাশাপাশি ঢাকায় সবার সঙ্গে কথা বলেই দিনটা পার করছেন তিনি।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, বাবা-মায়ের কবরে যাওয়া মিস করছি। তাদের কথা খুব মনে পড়ছে। ভাই-বোনদের মিস করছি, মায়ের মত বোন যে তাকে খুব বেশি মিস করছি এবার।

সেই সঙ্গে সব আপন মানুষরা তো রয়েছেনই।

বাবা-মা বেঁচে থাকাকালীন প্রতি ঈদেই তাদের কাছ থেকে সালামি পেতেন জায়েদ খান। এবার সেটাও মিস করছেন বলে জানালেন। 

আরো পড়ুন
যে সিনেমার টিকিট পাব সেটাই দেখতে যাব : আইশা

যে সিনেমার টিকিট পাব সেটাই দেখতে যাব : আইশা

 

শৈশবের স্মৃতি ঘেঁটে তিনি বললেন, আমি পিরোজপুরের শৈশবের ঈদটাকে মিস করি খুব।

বাবা আমাকে লুকিয়ে অন্যদের থেকে বেশি সালামী দিতেন। একবার বাবা জুতা কিনে দিয়েছিলেন, আমি সেটা বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছিলাম। এখনো মাঝেমধ্যেই সেসব দিনগুলোর কথা মনে পড়ে, বিশেষ করে ঈদে।

ঈদে সালামি দিতেও পছন্দ করেন জায়েদ খান আবার নিতেও। সর্বোচ্চ সালামি পেয়েছেন এক লাখ টাকা, আবার দিয়েছেনও তবে সেটা তার কোনো এক প্রিয় মানুষকে।

তিনি বলেন, এখন পর্যন্ত সর্বোচ্চ সালামি পেয়েছি এক লাখ টাকা। গত ঈদে ডিপজল ভাই দিয়েছিলেন আমাকে। আর আমি সর্বোচ্চ দিয়েছিলাম আমার এক প্রিয় মানুষকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ