<p>শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামীল লীগের ডাকা বিক্ষোভ-মিছিলে অংশ নিতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। তখন বিক্ষোভকারীরা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। তাকে আটকের পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।</p> <p>সোমবার (১১ নভেম্বর) বিকালে তাকে ঢাকা থেকে আনার পর সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম।</p> <p>কারাগারে যাওয়া আব্দুর রহমান সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।</p> <p>এর আগে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করে। আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা থাকায় তাকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’</p> <p>গত রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান দিলে পিটুনির শিকার হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।</p> <p>এরপর গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।<br />  </p>