<p>ব্যাংক এশিয়ার করা খেলাপি ঋণের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট কম্পানির ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক  মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন। </p> <p>আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে ব্যাংক এশিয়া এই অর্থঋণ মামলা করে। দাবিকৃত ঋণের বিপরীতে বিবাদীগণের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি  ব্যাংকের নিকট দায়বদ্ধ নেই। এমতাবস্থায় বাদীপক্ষের দরখাস্তের তফসিলোক্ত আরামিট সিমেন্ট কম্পানির হিসাবটি রায়ের পূর্বে কেন ক্রোকাবদ্ধ করা হবে না সেই বিষয়ে ২০ জানুয়ারির মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীগণকে নির্দেশ দিয়েছেন আদালত। <br /> তিনি আরো বলনে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আরামিট সিমেন্টের ব্যাংক হিসাবটির যাবতীয় লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া হিসাবটির বিগত ১ বছরের হিসাব বিবরণী দাখিল করার জন্য ব্যবস্হাপক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম বহদ্দারহাট শাখার ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>আদালত সূত্র জানায়, মামলার বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, বিবাদীগণের কোনো সম্পত্তি নালিশি ঋণের বিপরীতে বাদী ব্যাংকের নিকট দায়বদ্ধ নেই। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তারা দেশত্যাগ করেছেন মর্মে শোনা যায়। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আরামিট সিমেন্টর নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে একটি ব্যাংক হিসাব রয়েছে। হিসাবটি ক্রোকাবদ্ধ না করা হলে বিবাদীগণের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে।</p>