<p>দ্বিন পালনেই মুমিনের কল্যাণ ও সাফল্য নিহিত। দ্বিন পালনের অর্থ হলো আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য ঈমানের দাবি। ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও যদি তোমরা মুমিন হয়ে থাকো।’ (সুরা : আনফাল, আয়াত : ০১)।</p> <p>নিম্নে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের কয়েকটি পুরস্কার তুলে ধরা হলো—</p> <p>১.<strong> আল্লাহর অনুগ্রহ লাভ</strong> : অনুগত বান্দার প্রতি আছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করো, যেন তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। ’( সুরা : আলে ইমরান, আয়াত : ১৩২)</p> <p>২. <strong>আল্লাহর ভালোবাসা লাভ</strong> : আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর আনুগত্য করে। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, তোমরা আনুগত্য করো আল্লাহ ও রাসুলের। যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)</p> <p>৩. <strong>আল্লাহর দয়া লাভ </strong>: অনুগত বান্দাদের আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর প্রিয় ও দয়াপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। ইরশাদ হয়েছে, ‘আর যদি কেউ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ—যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী।’ (সুরা : নিসা, আয়াত : ৬৯)</p> <p>৪. <strong>উভয় জগতে সাফল্য লাভ</strong> : আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য মানুষের উভয় জগতের সাফল্য নিশ্চিত করতে পারে। আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আল্লাহর হুকুম ও তাঁর রাসুলের হুকুম মান্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।’ (সুরা : আহজাব, আয়াত : ৭১)</p> <p>৫. <strong>জান্নাত লাভ</strong> : চূড়ান্ত পুরস্কার হিসেবে অনুগত বান্দা চিরসুখের জান্নাত লাভ করবে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতগুলোতে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। ’ (সুরা : নিসা, আয়াত : ১৩)</p> <p>আল্লাহ সবাইকে তাঁর দ্বিন পালন করার তাওফিক দান করুন। আমিন।</p> <p><em>লেখক : সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা</em></p>