সবাই মিলে দেশ পুনর্গঠন করব : তারেক রহমান

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
সবাই মিলে দেশ পুনর্গঠন করব : তারেক রহমান
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফ’ ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি : কালের কণ্ঠ

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দেশ পুনর্গঠনের প্রস্তাবনা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনের জন্য কোনো ব্যক্তি বা কোনো দল যদি ভালো প্রস্তাবনা দেয় তাহলে অবশ্যই সেটি গ্রহণ করব। যারা আন্দোলন করেছি, তারা সবাই মিলে দেশ পুনর্গঠন করব।

রবিবার (৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফ’ ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখব।

আপনিও কেন্দ্রের প্রতি ভরসা রাখবেন। ৩১ দফার মেসেজ পৌঁছে দিতে হবে জনগণের কাছে। কাজ হচ্ছে, জনগণের আস্থা ধরে রাখা। আসুন, আপনি, আমি ও আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা নয়, এমন কাজগুলো করা থেকে বিরত থাকি।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। এটা না থাকলে স্বৈরাচারের মতো অবস্থা হবে। আমি অনুরোধ করব এবং নির্দেশনা দেব, দয়া করে জনগণের আস্থা ধরে রাখার জন্য যা করা উচিত তা করুন। আস্থা নষ্ট হবে এমন কাজ থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন।

বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।’

কর্মশালায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মাওদুদ আলম পাভেল, সদস্যসচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মওদুদ হোসেন আলমগীর। এ সময় তিনি ৩১ দফা দাবি নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না : তারেক রহমান

কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লা উত্তর প্রতিনিধি
শেয়ার
শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না : তারেক রহমান
ছবি: কালের কণ্ঠ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে, গায়েবি মামলায় কর্মীদের জেলে যেতে হয়েছে সেই দাবি পূরণ করতে হবে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠ কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

কিন্তু আমরা চাই, এই সরকার সফল হোক। কারণ বাংলাদেশের মানুষ মনে করে, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন, যে কারণে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুব জরুরি।’

তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির ভিত্তি তত মজবুত হবে।

 বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ জন্য বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। কিন্তু আমাদের এই দাবিকে অনেকেই অনেকভাবে উপস্থাপনের চেষ্টা করছে। ইদানীং লক্ষ্য করছি, কেউ কেউ বলছেন, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বুঝে না।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেহেতু গণতন্ত্রের বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, সেহেতু আমরা নির্বাচন চাইবো-ই। কিন্তু এই নির্বাচন বিলম্বিত হলে কারা কী সুবিধা পাবে, তাও ভেবে দেখার বিষয়।’

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ।

মন্তব্য

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কারণ হিসেবে নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন রাজনৈতিক দলে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পদত্যাগ করেছি।’ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগের পর যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে এসব বলেন নাহিদ।

এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের পর নতুন পথচলায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ মঙ্গলবার চীনের বেইজিং থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি।

আশা করি, তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে। নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং  গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।’

তিনি আরো লিখেছেন, ‘জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।

নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। জনাব আসিফ মাহমুদ এবং জনাব মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলা দেওয়া অসম্ভব।

সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে।’

মন্তব্য

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএসপিপির শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএসপিপির শোক
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী। 

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় পেশাজীবীদের এই শীর্ষ দুই নেতা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন ও মার্জিত নেতা হিসেবে পরিচিত। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা ছিলেন।

আরো পড়ুন
৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ : সেনাপ্রধান

 

তারা আরো বলেন, আবদুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে জাতির ক্রান্তিকালে বরাবরই দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এ জাতীয় বীর বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বিভিন্ন সময় সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন।

তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি হলো। যা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান পেশাজীবী নেতৃদ্বয়।

মন্তব্য

নাহিদের পদত্যাগ, ছবি শেয়ার করে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাহিদের পদত্যাগ, ছবি শেয়ার করে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা নাহিদের পদত্যাগের পর তার সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : ফেসবুক থেকে গৃহীত

নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ