সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাড়াশ-সেরাজপুর আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল চালক তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে ইদ্রিস (৩৮)।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।