সরকারি চাল আত্মসাতের অভিযোগ, সেই সেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
সরকারি চাল আত্মসাতের অভিযোগ, সেই সেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে সরকারি চাল আত্মসাতের অভিযোগে আটক হওয়া সেই সেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। শুক্রবার (২৮ মার্চ) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না ও সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয় আমিনুল।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মো. আমিনুল ইসলামকে স্বেচ্ছাসেবক দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না বলেন, ‌‘দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।

আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে দল এই সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল রহমান বলেন, ‘আমিনুল ইসলামের বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শুক্রবার রাতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করার সময় এলাকাবাসী মো. আমিনুল ইসলামকে আটক করে।

পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর থানায় আটক রয়েছেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

আখের রস বিক্রি করে বাড়ি ফেরা হলো না আরিফের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
আখের রস বিক্রি করে বাড়ি ফেরা হলো না আরিফের
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর চাপায় আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ একই উপজেলার কুশনা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের চাচাতো ভাই ইব্রাহিম হোসেন জানান, আমরা দুই ভাই বলুহর হ্যাচারি কমপ্লেক্সের ভেতরে আখের রস বিক্রি শেষে বাড়িতে ফিরছিলাম।

আমি আলমসাধু চালাচ্ছিলাম আর ও বাইসাইকেলে করে আলম সাধুর ওপরে থাকা রস চাপা মেশিন ধরে বসে যাচ্ছিল। ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর সড়কের ওপরে ভাঙা খাদে আমার গাড়ির সামনের চাকা পড়ে যায়। তখন ধাক্কা লেগে গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর।

মন্তব্য

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত, আহত ২

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাইসাইকেল চালক নিহত, আহত ২
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাড়াশ-সেরাজপুর আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাইসাইকেল চালক তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে ইদ্রিস (৩৮)। 

এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আব্দুল গফুর কর্মকারের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯) গুরুতর  আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় তিনজনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগেই বাইসাইকেল চালক মারা যান। আর মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
সংগৃহীত ছবি

মেহেরপুরে সড়কে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। সোমবার (৩১ মার্চ) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতরা হলেন সদর উজলপুর গ্রামের হাসান মোল্লায় ছেলে এনআরবিসি ব্যাংকের রুপনগর ব্রাঞ্জের অফিসার আক্তারুজ্জামান ওরফে শোভন এবং গাংনী উপজেলার ধানখোলা গ্রামের ভ্যানচালক আলী হাসানের ছেলে শিশু জুবায়ের হাসান।

এ ঘটনায় আহত হয়েছেন নিহত জুবায়ের হোসেনের পিতা ভ্যানচালক আলী হাসান, আল ইমরান, প্রাইভেটকারচালক সাজ্জাদ হোসেন পলাশ।

আরো পড়ুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

স্থানীয়রা জানায়, নিজস্ব প্রাইভেট কার নিয়ে সাজ্জাদ হোসেন পলাশ আমঝুপিতে থেকে মেহেরপুরের দিকে ফিরছিলেন। অপরদিকে, অপরদিকে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে এবং ভ্যানচালক আলী হাসান তার পরিবারের লোকজন নিয়ে আমঝুপির দিকে যাচ্ছিলেন। বিএটি অফিসের সামনে প্রাইভেট কারটি বিপরীত দিকে আসা ভ্যানকে ধাক্কা দেওয়ার পরে মোটরসাইকেলটিকেও ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রোড সাইনে ধাক্কা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

তারা আরো জানায়, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ব্যাংক কর্মকর্তা আখতারুজ্জামান মারা যান। এ ছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে সন্ধ্যার দিকে পাবনার মধ্যে শিশু জুবায়ের হোসেন মারা যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এবং গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং প্রাইভেট কারচালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

আরো পড়ুন
ব্রাথওয়েট স্বেচ্ছায় ছাড়লেও অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো রোভম্যানের

ব্রাথওয়েট স্বেচ্ছায় ছাড়লেও অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো রোভম্যানের

মন্তব্য

ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

নিজস্ব প্রতি‌বেদক
নিজস্ব প্রতি‌বেদক
শেয়ার
ঈদের দিন জাফলংয়ে বেড়াতে গিয়ে প্রাণ গেল পর্যটকের

সিলেটের গোয়াইনটে জাফলং পর্যটনকেন্দ্রে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. নয়ন হোসেন (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। 
সোমবার (৩১ মার্চ) পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা এ ঘটনা ঘটে। 

নয়ন সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, সোমবার ঈদের দিন দুপুরের দিকে নয়ন মিয়াসহ তার ১৩ জন বন্ধু জাফলংয়ে বেড়াতে যায়।

বিকেলের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরীদের খবর দেয়। পরে ডুবুরিয়া ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‌‘জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ