<p style="text-align:justify">মাগুরায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) মাগুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন কেক কাটা, র‌্যালি ও আলোচনাসভা করেছে।</p> <p style="text-align:justify">সকালে পুরাতন বাজার সোনপট্টি থেকে র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মধুমিতা সিনেমা হল মার্কেটে এসে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমরেন বৈদ্যের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সুকুমার বিশ্বাস, তপন কুমার ও আরব আলী।</p> <p style="text-align:justify">আলোচনায় বক্তারা বলেন, ‘বর্তমানে সোনার বাজার অস্থিতিশীল অবস্থায় রয়েছে। যে কারণে অসাধু মহল বিভিন্নভাবে এখান থেকে অবৈধ পন্থায় সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’ </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘প্রত্যেক ব্যবসায়ীকে হল মার্ক নিশ্চিত করে সোনার অলংকার বিক্রি করতে হবে। যাতে করে আমাদের কাছ থেকে সোনা কিনে কোনো ক্রেতা প্রতারিত না হয়।’</p>