<p>দীর্ঘ আকাঙ্ক্ষা ও প্রতীক্ষার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রায় ৮ হাজার শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্নের প্রধান ফটকের (২ নম্বর গেট) উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর (রবিবার)। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা সময় এই ঘোষণা দেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী।</p> <p>মূল ফটক একটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, পরিচিতি, চিন্তা ভাবনা, মননশীলতার চিহ্ন বহন করে। একইভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে তোলে। পাশাপাশি গেটটি বিশ্ববিদ্যালয়ের একটি নবজাগরণের বার্তা বহন করে। ক্যাম্পাসের সৌন্দর্য অধিকাংশ বৃদ্ধি ও আকর্ষিত করে প্রধান ফটক।</p> <p>জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীরা মূল ফটক, টিএসসি, আবাসিক হল, অডিটোরিয়ামসহ বিভিন্ন দাবি তোলে। সেই দাবির প্রেক্ষিতে গত বছরের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে প্রধান ফটক কিন্তু শিক্ষক আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বাধা পরে সৌন্দর্য বর্ধনের কাজ অসম্পূর্ণ থাকে এই গেইটের কাজ।</p> <p>কিন্তু বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী যোগদানের দ্বিতীয় কর্মদিনেই ঘোষণা দেয় আগামী সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন করে আগামী ২৯ সেপ্টেম্বর (রবিবার) উদ্বোধন করা হবে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দের জোয়ার বইছে।</p> <p>শিক্ষার্থীদের আবেগ-ভালোবাসার সেই প্রধান ফটক এতে উচ্ছ্বসিত হাজারো শিক্ষার্থী। প্রতিষ্ঠালগ্নে নানান সংকট থাকলেও বর্তমানে প্রফেসর ড. মো শওকাত আলী বিশ্ববিদ্যালয়টি সেসব সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের। এই জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন নবনিযুক্ত উপাচার্য। </p> <p>বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দৃষ্টিনন্দন ফটকটি তিন তলা ভবনের সমান উচ্চতাবিশিষ্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সাদ সিদ্দিকের নকশার আইডিয়াকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। মূল ফটকের দুইটি সমান ট্রাপিজয়েডাল অংশটি নারী ও পুরুষের সম-অধিকার এবং মর্যাদার প্রতিনিধিত্ব করে। খোলা বইয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ফটকটি দেশজুড়ে সব শিক্ষার্থীর জন্য জ্ঞানের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।</p> <p>নতুন গেট উদ্বোধনের ব্যাপারে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী তৌকির ইসলাম শার্জিল বলেন, ‘আবেগ ও ভালোবাসার পথিকৃৎ বেরোবি ক্যাম্পাসের সৌন্দর্য বারবার চোখে পরার মতো কিন্তু প্রধান ফটক ছাড়া কেন জানি পূর্ণতা পাই না কেননা 'প্রধান ফটক’ একটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, পরিচিতি, চিন্তা ভাবনা, মননশীলতার চিহ্ন বহন করে। একইভাবে অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে তোলে৷ পাশাপাশি প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের একটি নবজাগরণের বার্তা বহন করে। ক্যাম্পাসের সৌন্দর্য অধিকাংশ বৃদ্ধি ও আকর্ষিত করে তুলতে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখে একটি বিশ্ববিদ্যালয়ের  প্রধান ফটক। এই প্রধান ফটকের অপেক্ষায় ছিলাম ১৫ বছর ধরে আমরা শিক্ষার্থীরা আমাদের সৌন্দর্য বিলাসী চোখ নিয়ে অবশেষে দীর্ঘ আকাঙ্ক্ষা ও প্রতীক্ষার দাড়ি টেনে অপেক্ষমাণ ঘড়ির কাটা যেন স্থির হতে চলল। ২৯ সেপ্টেম্বর, ২০২৪ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটক উদ্বোধন হবে। ভাবতেই আনন্দে লাগছে।’</p> <p>পদার্থবিজ্ঞান বিভাগের রিফা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আমাদের সকলের একটা স্বপ্ন। আগামী ২৯ তারিখ সে সেই পূরণ হতে যাচ্ছে। নতুন উপাচার্য স্যার আসার পর থেকেই, বিশ্ববিদ্যালয়ে সুবাতাস বইছে। স্যার আমাদের নিয়ে চিন্তা করেন আমাদের জন্য কাজ করেন তাই বলি তিনি যা করবেন শিক্ষা বান্ধব কাজ করবেন।’</p> <p>গেট উদ্বোধনের বিষয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো শওকাত আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কিছু কাজ বাকি আছে। এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আগামী ২৯ সেপ্টেম্বর (রবিবার) শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে গেটের উদ্বোধনের কাজ করব। গেট নিয়ে ছাত্রছাত্রীদের যে আবেগ উদ্দীপনা আছে সেটা আরো বহুগুণ বেড়ে যাবে এবং সেই সঙ্গে এই নতুন গেট বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পরিচিতি লাভের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে সেই প্রত্যাশাই রাখছি।’</p>