<p>ময়মনসিংহের টাউন হল মাঠে ১৫ দিনব্যাপী বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে শিশু-কিশোরদের আগ্রহ চোখে পড়ার মতো। প্রতিদিন বাবা-মা অথবা শিক্ষক কিংবা বন্ধুর সাথে শিশু-কিশোররা আসছে এ চিত্র প্রদর্শনীতে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেছে। ছবিগুলোর মাধ্যমে শিশু কিশোররা বঙ্গবন্ধু এবং তৎসময়ের ঘটনাবলী সর্ম্পকে জানতে পারছে। </p> <p>গত ১৬ মার্চ এ প্রদর্শনী শুরু হয়ে। চলবে পুরো মার্চ মাস। এতে ১৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। ছবিগুলোর মাঝে বঙ্গবন্ধুর পারিবারিক ছবি থেকে থেকে বিভিন্ন ঘটনার সংশ্লিষ্ট ছবি রয়েছে। প্রদর্শনীতে আসা ৭ম শ্রেণির শিক্ষার্থী ইমরুল হাসান জানায়, এখানে এসে সে বঙ্গবন্ধু সর্ম্পকে অনেক কিছু জানতে পেরেছে। হাসিবা জান্নাত নামের আরেক ৯ম শ্রেণির ছাত্রী জানায়, ছবিগুলো তাকে সেই সময়ে নিয়ে গেছে। অনেক অজানা কথা সে জানতে পেরেছে এ ছবিগুলো থেকে। </p> <p>ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এ প্রদর্শনীর আয়োজন। দেশকে যারা আগামী দিনে নেতৃত্ব দেবে তাদের অবশ্যই বঙ্গবন্ধু এবং তার কর্ম সম্পর্কে জানতে হবে। এমন উদ্যোগ ভবিষ্যতে আরো হাতে নেয়া হবে বলে তিনি জানান। </p>