বগুড়ার শেরপুরে স্কুলপড়ুয়া ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র এক বখাটে ও তার লোকজন। এসময় ওই ছাত্রীর দুই চাচাকে উপযুপরি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করে মৃত্যুর মুখে দুই চাচা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামে এই ঘটনা ঘটে।
বখাটেদের সশস্ত্র হামলায় আহতরা হলেন- উপজেলার বাগড়া কলোনি গ্রামের মোক্তার হোসেনের ছেলে আলী আজম (৩২) ও তার ভাই আব্দুল আজিজ (২৮)। এরমধ্যে আলী আজমের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল আজিজ জানান, তার বড় ভাই আলম হোসেন ঢাকায় চাকরি করেন। সে কারণে ভাই ও ভাবি সেখানে থাকলেও তাদের দুই মেয়ে আমাদের সঙ্গে বাগড়া কলোনির গ্রামের বাড়িতে থাকেন। সেই সঙ্গে স্থানীয় বিদ্যালয়ে পড়ালেখা করছে। এরমধ্যে বড় ভাতিজি শেরপুর পৌর শহরের শেরউড স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে অভিযুক্ত সজিব হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক থাকায় এবং ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ভুক্তভোগীসহ সবার সঙ্গে কথা বলেছি। সেইসঙ্গে তাদের থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি।
সম্পর্কিত খবর

৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি
অনলাইন ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির ৬ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপির সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল হক এবং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কিবরিয়া।
বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মাদক ব্যবসায়ীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রনি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনি কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কারা হত্যা করেছে এবং কি কারণে করা হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই লাল চাঁন (২২) মারা গেছেন। রবিবার (৬ এপ্রিল) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক হয়েছে।
লাল চাঁন মির্জাপুর মধ্যপাড়া এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে।

গরমে বাড়িতে তৈরি করুন বেলের শরবত, রইল কয়েকটি রেসিপি
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার সময় তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হলে লাল চাঁনকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন জালাল।
ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মায়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দোকানে কিছু কিনতে গেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন জামাল। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে বিষয়টি স্থানীয় সমাজপতিদের অবগত করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট এ মাসেই
তারা আরো জানায়, শনিবার রাতে এক সামাজিক বৈঠকে সমঝোতার চেষ্টা করে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

কুমিল্লায় নিখোঁজ ২ শিশুর লাশ তিতাস নদী থেকে উদ্ধার