<p>পিরোজপুরের স্বরূপকাঠিতে অনিবন্ধনকৃত খামার পরিচালনা ও আশপাশের পরিবেশদূষণ করার দায়ে দুই পোল্ট্রি খামার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। </p> <p>রবিবার (২৮ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল পৃথক অভিযান পরিচালনা করেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় ওই দিন বিকেলে জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকা অভিযান চালিয়ে পশু রোগ আইন ২০০৫-এর আওতায় পোল্ট্রি খামার মালিক মো. জামাল হোসেন ও মো. মিজানুর রহমান প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। </p> <p>ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।</p>