<p>মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নবম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পর মেরে শরীরে পেট্রল ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনার পর অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। খবর পেয়ে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার রাজৈরের কদমবাড়িতে এ ঘটনা ঘটে।</p> <p>এ ঘটনায় ছাত্রীর সহপাঠী দুই কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার সকালে রাজৈর থানায় মামলা করেছেন।</p> <p>ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে আলাদাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই শ্রেণির দুই ছাত্র। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। গতকাল রবিবার ছোট ভাইয়ের (৯) সঙ্গে হেঁটে বিদ্যালয়ে আসছিল ওই ছাত্রী। বিদ্যালয়ের কাছে এলে ইজিবাইকে আসা দুই সহপাঠী ও তাদের সহযোগীরা ওই ছাত্রীকে চড়-থাপ্পর মারে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পেট্রল ওই স্কুলছাত্রীর শরীরে ঢেলে দেয়।এ সময় এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়। ভাই-বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। </p> <p>এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে অন্য শিক্ষার্থীরাও। দোষীদের বিচার দাবি করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা। কিশোর দুই সহপাঠীকে পুলিশ আটক করেছে। অন্য অপরাধীদের ধরতে এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। সড়কে বসানো হয়েছে চেকপোস্ট।</p> <p>ওই ছাত্রী ও তার ভাই জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো ওই দুই ছাত্র। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।</p> <p>কদমবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘ইউনিয়নের কোথাও ইভটিজিংকারীদের জায়গা নেই। নবম শ্রেণির শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার বিচার চাই। আমরা সবাই একযোগে কাজ করছি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার জন্য।’</p> <p>আড়ুয়াকান্দি নটাখোলা বদখোলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন ঠাকুর বলেন, ‘বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অল্পের জন্য মেয়েটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই।’</p> <p>রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, স্কুলছাত্রীর গায়ে পেট্রল নিক্ষেপের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।</p>