<p>দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অলি-আউলিয়া‌দের মাজার, মস‌জিদসহ ধর্মীয় উপাসনাল‌য়ে হামলা ও ভাঙচু‌রের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ ও সমা‌বেশ করেছেন মাজারভক্ত ও সাধুরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলার সাধু ভক্ত, পাগল ও ফ‌কির বাউল শিল্পী‌দের ব‌্যানারে বি‌ক্ষোভ মি‌ছিল করেন তারা।</p> <p>শহ‌রের ১ ও ২ নম্বর রেল‌গেট এলাকা ঘু‌রে রাজবাড়ী প্রেস ক্লা‌ব এলাকায় সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রেন সাধুরা। এ সময় চি‌শতিয়া ত‌রিকার মুরাদ সাঁই পাগল মুন্সী, শুকুর আলী, জাহাঙ্গীর আলম, কাদরিয়া ত‌রিকার আতিয়ার বাউল প্রমুখ বক্তব‌্য দেন।</p> <p>অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপ‌দেষ্টার দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে বক্তারা ব‌লেন, সাম্প্রতিক সম‌য়ে দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অলি-আউলিয়া‌দের মাজা‌রসহ বি‌ভিন্ন ধর্মীয় উপাসনাল‌য়ে হামলা চা‌লি‌য়ে ভাঙচুর করা হ‌লেও আইনি প্রদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌চ্ছে না। দ্রুত এসব হামলা-ভাঙচুরকারী‌র গ্রেপ্তার ক‌রে আইনের আওতায় আন‌তে হ‌বে।</p>