<p style="text-align:justify">ময়মনসিংহে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ব্যবস্থাপনায় ৪০৩ ব্যাটেল গ্রুপ বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে আটশত দরিদ্র ও দুঃস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।</p> <p style="text-align:justify">সোমবার (১৪ অক্টোবর) সকালে হালুয়াঘাট ধারা উচ্চ বিদ্যালয় মাঠে সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন। এছাড়াও ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।</p> <p style="text-align:justify">এ পর্যন্ত দুটি উপজেলায় সদর দপ্তর আর্টডকের অধীন ৪০৩ ব্যাটল গ্রুপ ৩৬৯ জন দুর্গতদের উদ্ধার, ২ হাজার ৪৫০ প্যাকেট ত্রাণ বিতরণ এবং ১ হাজার ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী। </p>