<p>সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পলিথিনের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে থানার চড়িয়া এলাকার জননী প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানিতে এ অভিযান চালানো হয়। </p> <p>জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ওই পলিথিন কারখানার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরপর অর্থদণ্ড দিয়ে মুক্ত হন তিনি। </p> <p>অভিযানকালে সিরাজগঞ্জ এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দু্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনাবাহিনী সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।</p>