<p>বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা নগরীর নতুল্লাবাদ শিক্ষা বোর্ড কার্যালয় সামনে বিক্ষোভ করেছে। আজ রবিবার (২০ অক্টোবর) তারা তাদের ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে তাদের কৃতকার্য করার দাবিতে এ বিক্ষোভ করে। এ সময় তারা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। একই সঙ্গে বরিশাল শিক্ষা বোর্ড-এর প্রধান ফটক তালাবদ্ধ করে দেয়।</p> <p>বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ হয়েছে। সাবজেক্ট ম্যাপিংয়ের মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে? এ সময় তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান।</p> <p>সাদিয়া জাহান নামে এক শিক্ষার্থী জানান, বৈষম্য নিরসনের দাবিতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলন করা হবে।</p> <p>বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ বিষয়ে একমাত্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারবে।</p>