<p>চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে হামলা ও গুলিবর্ষণকারী দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীলের আবদুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শরাফ উদ্দিন (২৪) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীলের ফোরক আহমদের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হারেক হাসান সজীব (২৮)।</p> <p>পটিয়া থানা সূত্রে জানা যায়, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবকে ৪ আগস্ট আন্দোলনে হামলা ও গুলি চালানোর ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। আর শরাফ উদ্দিনকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ দুই ছাত্রলীগ নেতাকে দুটি বিস্ফোরক মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলাসহ চারটি মামলায় আসামি দেখিয়ে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী দুই সহোদর গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729368277-12cfb3a906bf82166ed93b0a22554bc5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণকারী দুই সহোদর গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/20/1437024" target="_blank"> </a></div> </div> <p>পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি চালানো, বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর-লুটপাট, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের পৃথক চারটি মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।</p>