<p>দেশের অন্যতম বৃহৎ শাক-সবজির পাইকারি বাজার কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া জেলার বুড়িচং উপজেলার এ বাজারটিতে দীর্ঘদিন ধরে ইজারার নামে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও কৃষকরা ছিলেন অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে রবিবার সকালে নিমসার বাজারে অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স। এ সময় এই বাজারে ইজারা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়।</p> <p>অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিন।</p> <p>নিমসার বাজার থেকে চাঁদা ও খাজনা আদায় বন্ধের ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন আড়তদার ও ব্যবসায়ীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728646686-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434097" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন বলেন, ‘নিমসার বাজার থেকে খাজনা আদায় করা যাবে না মর্মে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এ ছাড়া যারা ইজারা আদায় করত তাদেরও কোনো বৈধতা ছিল না। যার কারণে রবিবার থেকে সকল প্রকার খাজনা আদায়সহ চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়েছে। এত দিন যারা অবৈধভাবে এসব কাজ করেছে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিমসার দেশের অন্যতম বৃহৎ শাকসবজির পাইকারি বাজার। এখানে দাম নিয়ন্ত্রণে থাকলে খুচরা পর্যায়ে দাম অনেক কমে যাবে। কিন্তু বিগত সময়ে এখানে বেপরোয়াভাবে খাজনা ও চাঁদা আদায় করায় খুচরা বাজারে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রবিবার সকালে টাস্কফোর্সের অভিযানে আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার খাজনা আদায় বন্ধ করা হয়েছে। </p>