<p>বড় ভাইয়ের মৃত্যুর পর ভোলার চরফ্যাশন পৌরসভাসহ বেশ কয়েকটি স্থানে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ছোট ভাই হেলাল উদ্দিন টিপুর বিরুদ্ধে। সম্প্রতি পৌরসভা আদালতসংলগ্ন চারটি দোকান লুট ও ভাড়াটিয়াদের সরে যেতে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তাহমিনা। এ ব্যাপারে নিহত হেমায়েত উদ্দিন সেলিমের স্ত্রী তাহমিনা সুলতানা বাদী হয়ে চরফ্যাশন থানায় হেলাল উদ্দিন টিপুসহ তিন-চারজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেছেন। </p> <p>তাহমিনা সুলতানা বলেন, ‘আমার স্বামী হেমায়েত উদ্দিন সেলিম শ্বশুরের ওয়ারিশ সূত্রে চরফ্যাশন পৌরসভা, নীল কমল, হাজারীগঞ্জে প্রায় এক একর ১২ শতাংশ জমির মালিক হন। আমার স্বামী মারা যাওয়ার পর দীর্ঘ ২৮ বছর ওই জমিতে ঘরবাড়ি, বাজার-ভিটা এবং চাষাবাদ করে আমিসহ আমার এক ছেলে ভোগদখল করে আসছি। সম্প্রতি ৫ আগস্টের পর থেকে আমার স্বামীর ক্রয়কৃত সম্পত্তিসহ দখলের জন্য আমার দেবর ও ভাগ্নেরা উঠেপড়ে লেগেছে।</p> <p>এ ব্যাপারে হেলাল উদ্দিন টিপু বলেন, ‘এই সম্পত্তি আমার বাবার। বড় ভাই হেমায়েত উদ্দিন ১৯৮৫ সালে মারা যাওয়ার পরের বছরই সুলতানা অন্যত্র বিয়ে করে চলে যান। তাঁর ছেলে আবু তালহা তাজবির দাদার সম্পত্তির অংশ পাবেন। কিন্তু গেল আওয়ামী লীগ সরকারের আমলে তাহমিনা সুলতানা দলের প্রভাব খাটিয়ে জোরপূর্বক পরিবারের সবার অংশের জমি দখল করে নেন। বর্তমানে অংশীদাররা তাঁদের অংশ বুঝে নিয়েছে।’</p> <p>চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’</p>