<p>নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার চানন্দী ইউনিয়নের বাসিন্দারা। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইউনিয়নের থানারহাট এলাকায় মেঘনা নদীর ভাঙনের শিকার এলাকাবাসীরা এ মানববন্ধন করেন।</p> <p>মানববন্ধনে স্থানীয়রা জানান, বিগত তিন বছরে নদী ভাঙনে এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০ টি বাজার, মসজিদ-মাদরাসাসহ অর্ধশতাধিক বিদ্যালয় এবং কয়েক শতাধিক স্থাপনা বিলীন হয়েছে।</p> <p>নদী ভাঙন রোধে সরকারি অর্থ বরাদ্দ হলেও ঠিকাদারের অবহেলায় অনিয়মের কারণে এখনো কাজ শুরু হয়নি। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর অনিয়মের কারণেও কোনো কাজ হয়নি বলে জানান বক্তারা। এ সময় তারা অবিলম্বে নদী ভাঙন রোধে সরকারি উদ্যোগের দাবি জানান।</p> <p>মানববন্ধনে বক্তব্য রাখেন চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান তারেকসহ প্রমুখ।</p>