<p>বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি ও লেখক গুলশান আরা রুবীকে সিস্টার উপাধিতে ভূষিত করেছে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। </p> <p>সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আসাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ইন্দিরা বাড়ো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না : মির্জা আব্বাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730796447-3962e39925f070cfbba6b535fe9098da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না : মির্জা আব্বাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/05/1443006" target="_blank"> </a></div> </div> <p>অধ্যাপক ইন্দিরা বাড়ো বলেন, গুলশান আরা রুবী এপার বাংলা এবং ওপার বাংলার সাহিত্যের আলোকিত মুখ। তাঁর সাহিত্য কর্ম ও মানবিক কাজের জন্য আসাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তাঁকে সিস্টার উপাধিতে ভূষিত করেছে।</p> <p>কবি গুলশান আরা রুবী বলেন, ‘এত বড় উপাধিতে আমাকে ভূষিত করায় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন জীবনের শেষদিন পর্যন্ত বাংলা সাহিত্যের জন্য কাজ করে যেতে পারি এটাই প্রত্যাশা।’</p>