<p>রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত থাকবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল। </p> <p>আজ রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম আল-আমিন ও সদস্য সচিব মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে অংশ নেন ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী। মিছিলটি বাবুগঞ্জ কলেজ গেট জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে স্টিল ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে কলেজে গেট গিয়ে শেষ হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে অনুমোদনহীন মবিল রিফাইন কারখানায় আগুন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731225049-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে অনুমোদনহীন মবিল রিফাইন কারখানায় আগুন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444941" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালারেরা হুশিয়ার সাবধান, হই হই  রৈরৈ ছাত্রলীগ গেলি কই’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম। </p> <p>আজিজুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারও স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যেকোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয়, সেজন্য ছাত্রদল ও সাধারণ জনগণ তাদের কর্মসূচি প্রতিহত করবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731218470-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444905" target="_blank"> </a></div> </div> <p>এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুল ইসলাম আল-আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, জেলা ছাত্রদল নেতা মো. রিয়াজুল ইসলাম বাদশা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের হোসেন, মো. ওয়াশিকুর রহমান বাপ্পি, বিপ্লব মিস্ত্রি, দেহের গতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. শাহিন বিশ্বাস, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরদাউস হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মুন্না সিকদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা মো. সুহাদ শিকদার  শিকদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ, শ্রমিক নেতা আপেল, চাঁদপাশা ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল, জাকারিয়া রাসেল, ভিপি আলামিন, শাওন প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২৭ ঘণ্টা ধরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজটে স্থবির গাজীপুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731222889-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২৭ ঘণ্টা ধরে মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজটে স্থবির গাজীপুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/10/1444927" target="_blank"> </a></div> </div>