<p>গোপালগঞ্জে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসকে ঢাকাগামী দ্রুত গতির অপর একটি বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে লোকাল বাসের ১০ যাত্রী।</p> <p>আজ সোমবার (২ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733116831-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাসপাতালে রোগী না দেখে দরজা আগলে সন্তানকে পড়ান চিকিৎসক!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452973" target="_blank"> </a></div> </div> <p>দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলায় ভ্যান চালক (ফেরিওয়ালা) মাসুম মিয়া(৪৫)ও গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫)।</p> <p>গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে লোকাল বাসটি রাস্তার খাঁদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক (ফেরিওয়ালা) মাসুম মোল্লা ও ইলিয়াস কাজী ঘটনাস্থলেই নিহত হন এবং লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733123068-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/02/1452990" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে ওই সড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকা থেকে হাইওয়ে থানা পুলিশ আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।</p>